টানা ১২ ঘন্টা চলে নির্যাতন, চাওয়া হয় মুক্তিপণ - 'স্ত্রী ২' খ্যাত মুস্তাক খানের অপহরণ ঘিরে চাঞ্চল্য

People's Reporter: জানা যায়, গত ১৫ নভেম্বর তাঁর বাড়িতে রাহুল সাইনি নামক এক ব্যক্তির ফোন আসে। তাঁকে ২০ নভেম্বর উত্তর প্রদেশের মিরাটে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হয়।
মুস্তাক খান
মুস্তাক খানছবি সংগৃহীত
Published on

ভারতের অন্যতম জনপ্রিয় কৌতুকাভিনেতা সুনীল পালের অপহরণের রেশ কাটতে না কাটতেই আরেক বলি অভিনেতা মুস্তাক খানের অপহরণের খবর প্রকাশ্যে এল। একটি অনুষ্ঠানে আমন্ত্রণের টোপ দিয়ে অপহরণ করা হয় অভিনেতাকে। বিশাল অঙ্কের মুক্তিপণও দাবি করা হয়। অভিযোগ, তাঁকে ১২ ঘন্টা আটকে রেখে নির্যাতন চালানো হয়। সম্প্রতি এই অপহরণের খবর সামনে আসতেই শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমাতে রয়েছেন মুস্তান খান। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। জানা যায়, গত ১৫ নভেম্বর তাঁর বাড়িতে রাহুল সাইনি নামক এক ব্যক্তির ফোন আসে। অভিনেতাকে ২০ নভেম্বর উত্তর প্রদেশের মিরাটে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হয়। মুম্বাই থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিটও পাঠানো হয়েছিল। এমনকি অনুষ্ঠানের অগ্রিম হিসেবে পাঠানো হয়েছিলে ২৫ হাজার টাকাও। তাঁকে জানানো হয়, দিল্লি বিমানবন্দর থেকে একটি গাড়ি তাঁকে নিয়ে যাবে গন্তব্যে।

সেই মতো ২০ নভেম্বর দিল্লিতে পৌঁছান মুস্তাক। অভিনেতা জানান, দিল্লি বিমানবন্দর থেকে একটি গাড়িতে তাঁকে বসানো হয়। এই গাড়ি তাঁকে জোর করে দিল্লির উপকন্ঠে বিজনৌর নিয়ে যায় এবং সেখানে তাঁকে বন্দী করা হয়। অভিনেতা জানিয়েছেন, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে তাঁর উপর নির্যাতন চালায়। এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত কোটি টাকা না পেলেও অভিনেতার অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে তারা।  

জানা গিয়েছে সারারাত অত্যাচারিত হওয়ার পর ভোরের আজানের আওয়াজ কানে আসে মুস্তাকের। বুঝতে পারেন, কোনও মসজিদের কাছে রাখা হয়েছে তাঁকে। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে মসজিদে চলে আসেন মুস্তাক। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পৌঁছন বিজনৌর থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশই তাঁকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে কৌতুকাভিনেতা সুনীল পালের নিখোঁজ হবার খবর মিডিয়াতে প্রকাশিত হত। স্বামীর সন্ধান পেতে স্ত্রী সরিতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে খবর। ঘটনা নাটকীয় মোড় নেয় যখন সুনীল ফিরে আসেন। সুনীল জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। জানা যায়, হরিদ্বারে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন সুনীল। পথেই তাঁকে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ২০ লক্ষ টাকা। তার বদলে ৮ লক্ষ টাকা দিয়ে মুক্তি পান বলে দাবি করেন সুনীল।

মুস্তাক খান
Vikrant Massey: ৩৭ বছরেই স্বেচ্ছাবসরের ঘোষণা বিক্রান্তের, হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে কী জানালেন অভিনেতা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in