Sonu Sood: বাবার অসুস্থতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছেলের, সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ

People's Reporter: পল্লব লেখেন, “আমার বাবা মরে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমি কী বলছি। দিল্লি এইমসে দাঁড়িয়ে আমি এই স্টেটাসটা লিখছি। দয়া করে পড়ুন।”
সোনু সুদ
সোনু সুদফাইল ছবি

ফের অসহায় মানুষের ত্রাতা হয়ে উঠলেন অভিনেতা সোনু সুদ। এবার এক ব্যক্তির বাবার হার্ট সার্জারির জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন অভিনেতা।  

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা পল্লব সিং তাঁর বাবার হার্টের সমস্যার কথা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি এও জানান, আর্থিক সমস্যা থাকার কারণে দিল্লির এইমস হাসপাতালে তাঁর বাবার চিকিৎসা করানোর ক্ষমতা নেই। বিনা চিকিৎসায় হয়তো তাঁর বাবা মারা যাবেন এমন আশঙ্কার কথাও বলেন পল্লব।

নিজের এক্স হ্যান্ডেলে পল্লব লেখেন, “আমার বাবা মরে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমি কী বলছি। দিল্লি এইমসে দাঁড়িয়ে আমি এই স্টেটাসটা লিখছি। দয়া করে পড়ুন।” পরবর্তী টুইটে তিনি তাঁর বাবার শারীরিক অবস্থার কথা জানান। পল্লব জানান তাঁর বাবার হার্ট ২০ শতাংশ কাজ করছে। পোস্টের সাথে মেডিকেল রিপোর্টগুলিও শেয়ার করেছিলেন তিনি।

পল্লবের এই টুইট ভাইরাল হয় এবং তা নজরে পড়েন 'গরীবের মসিহা' নামে পরিচিত সোনু সুদ। তৎক্ষণাৎ পল্লবের বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভাই, আমরা আপনার বাবাকে মরতে দেব না। আপনি আমার টুইটার ইনবক্সে আপনার নম্বর দিন। এখানে দয়া করে আপনার নম্বর দেবেন না।"

উল্লেখ্য, করোনা লকডাউনের সময় থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। লকডাউন অবস্থায় বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, বিভিন্ন পড়ুয়াকে পড়াশোনার জন্যেও আর্থিক সহয়তা করে বহুবার তাঁদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা।

সোনু সুদ
Anil Kapoor: 'তৎকালীন সরকার সাহায্য না করলে অভিনেতা হতে পারতাম না' - বাম সরকারের প্রশংসায় অনিল কাপুর
সোনু সুদ
রাশ্মিকা, আলিয়া, কাজলের পর এবার ডিপফেকের শিকার 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in