রাশ্মিকা, আলিয়া, কাজলের পর এবার ডিপফেকের শিকার 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা

People's Reporter: এমনকি ডিপফেকের কারসাজি থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গরবা খেলা নিয়ে তাঁর একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়াফাইল ছবি
Published on

রাশ্মিকা, ক্যাটরিনা, আলিয়া এবং কাজলের পর এবার ডিপফেকের শিকার 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাঁর ডিপফেক ভিডিও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। তবে এবারের ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়ার মুখ নয়, ভাইরাল হয়েছে তাঁর ভুয়ো কণ্ঠস্বর।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তা প্রিয়াঙ্কা চোপড়ার মনে হলেও বাস্তবে সেটি কারসাজি করে করা হয়েছে ডিপফেকের সাহায্যে। প্রিয়াঙ্কার একটি পুরানো ভিডিয়ো বেছে নিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ভুয়ো অডিয়ো। সেই ভিডিওতে দেশি গার্লকে তাঁর বার্ষিক আয়ের পাশাপাশি, একটি ব্যান্ডের হয়ে বিজ্ঞাপন করতে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগে অভিনেত্রী আলিয়া ভাটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যেখানে তাঁর মুখ এডিট করে বসানো হয়েছিল। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছিল, তিনি একটি খোলামেলা পোশাক পরে ক্যামেরার দিকে তাকিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করছেন। ভিডিয়ো থেকেই স্পষ্ট, ওই মহিলা আদৌ আলিয়া নন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর একটি ভিডিয়ো, যাতে দেখা যায় ক্যামেরার সামনেই নিজের পোশাক খুলছেন অভিনেত্রী কাজল। এই ভিডিওটিও ডিপফেকের মাধ্যমে তৈরি করা।

এমনকি ডিপফেকের কারসাজি থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গরবা খেলা নিয়ে তাঁর একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে।

এই ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভুয়ো ভিডিও প্রতিরোধে ভারত সরকারের দিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিষয় নিয়ে একটি বৈঠক করেছেন। তিনি জানিয়েছিলেন, এই ডিপফেক নিয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, এক্স হ্যান্ডেলে তিনি এই বিষয়কে কেন্দ্র করে একটি পোস্টও করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে একটি নতুন সংশোধিত আইটি নিয়ম করা হবে। যাতে ডিজিটাল নাগরিকদের নিরাপত্তা বাড়ে সেটা বিবেচনা করা হবে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভুল তথ্য ও ডিপফেকের কারণে ব্যবহারকারীদের ক্ষতি এড়াতে ‘জিরো টলারেন্স নীতি’ আনা হবে। ডিপফেকের জন্য ভারতীয় আইনানুযায়ী সিআরপিতে ‘জালিয়াতির’ অধীনে মামলা দায়ের করা যাবে।

প্রিয়াঙ্কা চোপড়া
Anil Kapoor: 'তৎকালীন সরকার সাহায্য না করলে অভিনেতা হতে পারতাম না' - বাম সরকারের প্রশংসায় অনিল কাপুর
প্রিয়াঙ্কা চোপড়া
ঠিকঠাক গল্প না থাকলেই যৌনতা ও হিংসার ওপর নির্ভর করা হয়, ‘Animal’ বিতর্কে ভাইরাল আমিরের পুরনো ভিডিও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in