
মঞ্চে কন্নড় গান গাওয়ার অনুরোধ করায় সেই ঘটনাকে পহেলগাঁওয়ে জঙ্গি হানার সঙ্গে তুলনা করে ক্ষোভের মুখে পড়েছিলেন গায়ক সোনু নিগম। আর এবার সেই মন্তব্যের গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন কন্নড় ছবি নির্মাতারা। কন্নড় ছবিতে গান গাওয়ার সুযোগ হারালেন গায়ক।
জানা গেছে, কন্নড় ছবি ‘কুলাডাল্লি কিল্যাভুড’তে গান গাওয়ার কথা ছিল সোনু নিগমের। কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনার জেরে তাঁকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। বিবৃতি জারি করে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “কোনও সন্দেহই নেই, সোনু সঙ্গীতশিল্পী হিসেবে খুবই ভাল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে কন্নড় ভাষা নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে আমরা খুবই ক্ষুব্ধ। কন্নড় ভাষাকে যে ভাবে সোনু অপমান করেছেন, তা আমরা কোনও ভাবেই সহ্য করতে পারিনি। তাই আমরা ওঁর গানটিই বাদ দিয়ে দিয়েছি”।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বেঙ্গালুরুর ভার্গো নগরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠান ছিল সোনু নিগমের। জানা যায়, শ্রোতাদের মধ্যে একজন কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানালে পহেলগাঁও ঘটনার সঙ্গে ওই যুবকের আচরণের তুলনা করেন গায়ক। গায়কের দাবি, খুব অভদ্র ভাবে আচরণ জানাচ্ছিলেন। তাতে তিনি বিরক্তি হন।
কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরেই তিনি বলেন, “আমার এই বিষয়টা ভাল লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে যায়”।
এই মন্তব্যের জেরে সোনু নিগমের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের হয়েছে। এমনকি কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়, সোনু নিগমের সঙ্গে আর কোনও কাজ তারা করতে চায় না। তবে আনুষ্ঠানিকভাবে সোনুকে নিষিদ্ধ করা হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন