
পহেলগাঁওয়ে জঙ্গিহানার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত ভারতের। মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি। ভারতীয় সেনার এই পদক্ষেপের জয়জয়কার করেছেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, আল্লু অর্জুন এবং সুনীল শেট্টির মতো তারকারা।
বারংবার তাঁর ছবিতে উঠে আসে দেশপ্রেমের কথা। বলিউড অভিনেতা অক্ষয় কুমার ‘অপারেশন সিঁদুর’-এর লোগো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, “জয় হিন্দ, জয় মহাকাল”।
অন্যদিকে, ‘অপারেশন সিঁদুর’-এর লোগো নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী তথা মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও। অভিনেত্রীর স্পষ্ট দাবি, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। তারকা-সাংসদ লিখেছেন, “ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে”।
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনও নিজের সমাজমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এর লোগো ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, “ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক”। সুনীল শেট্টিরও স্পষ্ট বক্তব্য, “সন্ত্রাসের কোনও জায়গা নেই। সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা হবে না। শুধুই সুবিচার হবে”।
পরিচালক শেখর কাপুর লিখেছেন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের প্রতিক্রিয়া বিশ্বকে দেখায় ভারত নিজের উপর কতটা দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী। তিনি লিখেছেন, “যুদ্ধের বাগাড়ম্বর ছাড়া অপারেশন সিঁদুর সেই সমস্ত সংগঠনের উপর একটি সুনির্দিষ্ট জবাব, যারা নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকারী ভয়ঙ্কর সন্ত্রাসীদের সমর্থন করেছিল”।
রীতেশ দেশমুখ লিখেছেন, “ভারতীয় সেনার জয় হোক। ভারতমাতার জয় হোক”।
অভিনেত্রী নিমরত কৌর সমাজ মাধ্যমে লিখেছেন, “আমাদের বাহিনী ঐক্যবদ্ধ। এক দেশ। এক লক্ষ্য”। উল্লেখ্য, নিমরত কৌরের বাবা ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তিনি শৌর্য চক্রে ভূষিত।
এছাড়া অনুপম খের, আদনান স্বামী, সামান্থা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী-সহ বহু তারকা ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনার জয়জয়কার করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন