এবার হলিউডেও ইনিংস শুরু শুবমন গিলের! স্পাইডারম্যানের ডাবিং-এ তরুণ ওপেনার

ভারতে হিন্দি, বাংলা, ইংরাজী, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালাম, গুজরাটি, মারাঠি এবং পাঞ্জাবী মোট ১০টি ভাষাতে মুক্তি পাবে। যার মধ্যে হিন্দি ও পাঞ্জাবী ভাষাতে শুবমনের কন্ঠ শোনা যাবে।
স্পাইডারম্যানের ডাবিং করবেন শুবমান গিল
স্পাইডারম্যানের ডাবিং করবেন শুবমান গিলছবি - শুবমন গিলের ফেসবুক পেজ
Published on

নতুন ইনিংস শুরু করছেন ভারতীয় ক্রিকেটের তরুণ ওপেনার শুবমন গিল। ২২ গজের পর এবার পা রাখছেন হলিউড ইন্ডাস্ট্রিতে। আসন্ন স্পাইডার ম্যান ছবিতে স্পাইডারম্যানের কন্ঠে শোনা যাবে শুবমন গিলের আওয়াজ। যা নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।

কখনও দেশের জার্সিতে আবার কখনও গুজারাট টাইটানসের জার্সিতে শুবমনের ব্যাট কথা বলেই চলেছে। এক স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি। এবার হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করেছেন গিল। বিখ্যাত চিত্র সমালোচক তরণ আদর্শ ট্যুইটারে একথা জানিয়েছেন। আগামী ২ জুন মুক্তি পাবে 'Spider-Man: Across the Spider-Verse'। ভারতেও মুক্তি পাবে সিনেমাটি।

তরণ আরও জানান, ভারতে হিন্দি, বাংলা, ইংরাজী, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালাম, গুজরাটি, মারাঠি এবং পাঞ্জাবী মোট ১০টি ভাষাতে মুক্তি পাবে। যার মধ্যে হিন্দি ও পাঞ্জাবী ভাষাতে শুবমনের কন্ঠ শোনা যাবে।

অ্যানিমেশন ফিল্মটির হিন্দি ভার্সনে স্পাইডারম্যানের নাম দেওয়া হয়েছে পবিত্র প্রভাকর। তরণ আদর্শ ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে সকলে শুবমন গিলকে অনুরোধ করছেন নীচে আসার জন্য। কিছুক্ষণ পর গিল প্রকাশ্যে আসেন। তারপর তিনি বলেন, 'শুবমন গিল বলছেন, ক্রিকেটার হোক বা সুপার হিরো, মহান শক্তি দিয়েই মহান দায়িত্ব আসে। আমি আপনাদের ভারতীয় স্পাইডারম্যান।'

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কেউ স্পাইডারম্যানের চরিত্রে ডাবিং করছেন। সকলেই অধীর আগ্রহে রয়েছেন শুবমনের ডাবিং শোনার জন্য। গিল ২২ গজের মতো সিনেমা জগতেও সকলের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।

স্পাইডারম্যানের ডাবিং করবেন শুবমান গিল
তামিলনাড়ু জুড়ে 'দ্য কেরালা স্টোরি' ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত সিনেমা হল মালিকদের
স্পাইডারম্যানের ডাবিং করবেন শুবমান গিল
ICC ODI Rankings: ৪৮ ঘন্টার মধ্যেই একদিনের ক্রিকেটে শীর্ষস্থান হারালো পাকিস্তান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in