Ahmedabad: 'স্তব্ধ হয়ে গিয়েছি', বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ অক্ষয়-আল্লুদের, বড় সিদ্ধান্ত সলমনের

People's Reporter: অক্ষয় কুমার লেখেন, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না, স্তব্ধ হয়ে গিয়েছি। প্রার্থনা করা ছাড়া অন্য পথ দেখতে পাচ্ছি না"।
Ahmedabad: 'স্তব্ধ হয়ে গিয়েছি', বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ অক্ষয়-আল্লুদের, বড় সিদ্ধান্ত সলমনের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বৃহস্পতিবার দুপুরে গুজরাটের মেঘানিনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। লন্ডনগামী ওই বিমানে বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে ছিলেন ২৪২ জন। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

পাশাপাশি বিমানটি যে বহুতলের উপর ভেঙে পড়ে সেটি মেডিক্যাল স্টুডেন্টদের হস্টেল ছিল। সেই সময় পড়ুয়াদের লাঞ্চ টাইম চলছিল। এই ঘটনায় ৫ পড়ুয়ারও মৃত্যু হয়েছে।

এই ঘটনায় আতঙ্কিত বলিউড। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমার, ভিকি কৌশল, আল্লু আর্জুনরা।

অভিনেতা অক্ষয় কুমার লেখেন, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না, স্তব্ধ হয়ে গিয়েছি। প্রার্থনা করা ছাড়া অন্য পথ দেখতে পাচ্ছি না"।

শোকপ্রকাশ করলেন অক্ষয় কুমার
শোকপ্রকাশ করলেন অক্ষয় কুমারছবি - অক্ষয় কুমারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল

অভিনেত্রী জাহ্নবী কাপুর লেখেন, "আহমেদাবাদ থেকে টেক-অফ করার কিছু সময় পরেই এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনার খবরটি ভিতর থেকে নাড়া দিয়েছে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যার পরে কথা বলার মতো অবস্থায় থাকে না মানুষ। বিমানের যাত্রী ও কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা"।

শোকপ্রকাশ করলেন জাহ্নবী কপূর
শোকপ্রকাশ করলেন জাহ্নবী কপূরছবি - জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম হ্যান্ডেল

দক্ষিণী অভিনেতা আল্লু আর্জুন সমাজ মাধ্যমে লিখেছেন, "মর্মান্তিক! আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরে হৃদয় ভেঙে গেছে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁদের আত্মার শান্তি কামনা করি। সত্যিই হৃদয় বিদারক"।

শোকপ্রকাশ করলেন আল্লু অর্জুন
শোকপ্রকাশ করলেন আল্লু অর্জুনছবি - আল্লু অর্জুনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল

রিতেশ দেশমুখ লিখেছেন, "আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা শুনে একেবারেই হৃদয় ভেঙে গেছে এবং মর্মাহত। আমার হৃদয় সমস্ত যাত্রী, তাঁদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি। এই অবিশ্বাস্য কঠিন সময়"।

অভিনেতা রণদীপ হুডা লিখেছেন, "আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হৃদয়বিদারক। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা ক্ষতিগ্রস্ত সকলের সাথে"। অভিনেতা সানি দেওল লিখেছেন, "আমি বিধ্বস্ত! যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি"।

ভিকি কৌশল লেখেন, "এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটা শুনলাম, ২৪২ জন যাত্রী ছিলেন। কেবল প্রার্থনা করতে পারি আমরা"।

এছাড়াও শাহরুখ খান, আমির খান টিম, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, করিনা কাপুর, অন্যনা পান্ডে থেকে সোনু সুদ, নীল নিতিন মুকেশ, বীর পাহাড়িয়া-সহ একাধিক তারকা এই ঘটনায় নিজেদের সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সলমন খানের। কিন্তু অহমদাবাদের এই বিমান দুর্ঘটনার পরে বাকরুদ্ধ তিনি। অনুষ্ঠান বাতিল করেছেন সলমন খান। একটি নামী ব্র্যান্ড সংক্রান্ত অনুষ্ঠান ছিল মুম্বইয়ে।

তারকাদের পোস্টঃ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in