Manipur: 'ভারতের জন্য লজ্জার' - মণিপুরকাণ্ডে সরব উর্ফি জাভেদ সহ বলিউডের বহু অভিনেত্রী

শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে থেমে থাকেননি তিনি। এক বিমানবন্দরে হাতে একটি কাগজে #কুকি এবং #মণিপুর লিখেও প্রতিবাদ জানিয়েছেন উর্ফি। তাঁর এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছে নেটিজেনরাও।
উর্ফি জাভেদ
উর্ফি জাভেদছবি - সংগৃহীত

মণিপুরকাণ্ডে এবার সরব হলেন উর্ফি জাভেদ থেকে শুরু করে, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া সহ একাধিক অভিনেত্রী। সকলেরই দাবি দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক।

জাতীয় রাজনীতিতে এখন শিরোনামে মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভাইরাল ভিডিও (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। যে ঘটনায় মধ্যযুগীয় বর্বরতার ছবিই ফুটে উঠেছে মণিপুরে। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন উর্ফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মণিপুরে কী হচ্ছে? এটা কেবল মণিপুরের জন্য নয় বরং গোটা ভারতবর্ষের জন্য লজ্জার'।

শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে থেমে থাকেননি তিনি। এক বিমানবন্দরে হাতে একটি কাগজে #কুকি এবং #মণিপুর লিখেও প্রতিবাদ জানিয়েছেন উর্ফি। তাঁর এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছে নেটিজেনরাও।

সাধারণত উর্ফি ভাইরাল হন বিভিন্ন ধরণের পোশাক পরে। কখনও তাঁকে দেখা যায় চটের বস্তা কেটে পোশাক তৈরি করতে আবার কখনও দেখা যায় শুধুমাত্র কিছু প্লাস্টিক দিয়ে নিজের শরীর ঢেকে রেখেছেন। যা নিয়ে ট্রোলও হন তিনি। তাঁর পোশাককে অনেকে 'হাস্যকর' বলেও দাবি করেন। আজ সেই ট্রোলাররাও উর্ফির প্রতিবাদের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন।

উর্ফির পাশাপাশি মণিপুরের ঘটনার নিন্দা জানিয়েছেন করিনা কাপুর, আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়াও। করিনা কাপুর লেখেন, 'মণিপুরের পরিস্থিতি দেখে গভীরভাবে মর্মাহত আমি। যতক্ষণ না উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ কোনো আপস করার জায়গা নেই'।

মণিপুরের অমানবিক ঘটনা প্রসঙ্গে আলিয়া ভাটও একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে লেখা রয়েছে, 'শুধু মা, বোন এবং কন্যা হিসেবে মহিলাদের রক্ষা করার ধারণা অসম্মানজনক। মহিলারা মানুষ এবং নাগরিক হিসেবেও নিরাপত্তা ও সম্মান পাওয়ার অধিরকার আছে'।

আবার প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে এই ধরণের জঘন্য অপরাধ ঘটার ৭৭ দিন পর ভিডিও ভাইরাল হচ্ছে। কী কারণ? কোন যুক্তি? পরিস্থিতি যাই হোক না কেন আমরা কোন মহিলাকে কোনো খেলার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারি না। এখন শুধু ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তোলা দরকার।

উর্ফি জাভেদ
'শিহরিত', মণিপুর-কাণ্ডের নিন্দায় অক্ষয় কুমার, দোষীদের শাস্তির দাবিতে সরব কিয়ারা-রিচা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in