'শিহরিত', মণিপুর-কাণ্ডের নিন্দায় অক্ষয় কুমার, দোষীদের শাস্তির দাবিতে সরব কিয়ারা-রিচা

অক্ষয় কুমার লিখেছেন, 'মণিপুরে মহিলাদের ওপর অত্যাচেরর ভিডিও দেখে আমি শিহরিত। আমি আশা করছি আপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরণের জঘন্য কাজ করার ভাবনা না আনতে পারে'।
মণিপুর কাণ্ডে সরব হলেন রিচা, অক্ষয়, কিয়ারারা
মণিপুর কাণ্ডে সরব হলেন রিচা, অক্ষয়, কিয়ারারাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

মণিপুরে দুই নারীর ওপর মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে এবার সরব হলেন অক্ষয় কুমার সহ বিনোদন জগতের একাধিক তারকা। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা।

মণিপুরে দীর্ঘদিন ধরেই অশান্তি অব্যাহত রয়েছে। এর মধ্যেই দুই মহিলাকে গণধর্ষণ করার পর নগ্ন করে হাঁটানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীরা সরব হয়েছেন। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী, রিচা চাড্ডা সহ আরও অনেকে।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার লিখেছেন, 'মণিপুরে মহিলাদের ওপর অত্যাচেরর ভিডিও দেখে আমি শিহরিত। আমি আশা করছি আপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরণের জঘন্য কাজ করার ভাবনা না আনতে পারে'।

একইভাবে সুর চড়িয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা ও কিয়ারা আডবাণীও। তিনি ঘটনার নিন্দা করে লিখেছেন, 'লজ্জাজনক! ভয়ঙ্কর! অরাজকতা!'।

কিয়ারা লেখেন, 'মহিলাদের প্রতি হিংসার ভিডিওটি সত্যিই আমাকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে। প্রার্থনা করছি মহিলারা খুব দ্রুত বিচার পাবেন। অভিযুক্তদের জন্য কড়া শাস্তি প্রয়োজন'। এছাড়া দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন কলা-কুশলীরাও মণিপুরের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে মে মাসে। বুধবার রাতে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি, নইলে আদালত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, সে বিষয়ে সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়েও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট চেয়েছেন তিনি।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এই ঘটনায় পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। মণিপুর পুলিশ জানিয়েছে, অপহরণ, বিবস্ত্র করে হাঁটানো, গণধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

মণিপুর কাণ্ডে সরব হলেন রিচা, অক্ষয়, কিয়ারারা
'গুরুতর সাংবিধানিক ব্যর্থতা, সরকার পদক্ষেপ না নিলে আমরা নেব', মণিপুর-কাণ্ডে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in