বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ খান! পিছিয়ে মেসি, সেরেনা উইলিয়ামস

সমীক্ষায় ১২ লক্ষ মানুষ ভোট দান করেন। ৪ শতাংশ ভোট পেয়ে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর মধ্যে শীর্ষস্থান দখল করেন শাহরুখ খান।
শাহরুখ খান
শাহরুখ খানছবি - শাহরুখ খানের ফেসবুক পেজ
Published on

মেসি, সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় শীর্ষস্থান দখল করলেন 'বলিউড বাদশা' শাহরুখ খান। একটি ম্যাগাজিনের সমীক্ষায় এমনটাই দেখা যাচ্ছে। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা।

সম্প্রতি একটি রিডার পোল (টাইম ১০০ রিডার পোল) প্রকাশ্যে এসেছে। যার আয়োজন করেছিল টাইমস ম্যাগাজিন। বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের নাম দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ছিলেন লিওনেল মেসি, সেরেনা উইলিয়ামস, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভা, ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ, অভিনেতা মিশেল ইয়েহ, শাহরুখ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সমীক্ষায় মোট ১২ লক্ষ মানুষ ভোট দান করেন।

ম্যাগাজিনের এই জনমত সমীক্ষায় ৪ শতাংশ ভোট পেয়ে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর মধ্যে শীর্ষস্থান দখল করেছেন শাহরুখ খান। ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল ইরানের প্রতিবাদী তরুণী মাহসা আমিনি। তৃতীয় স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি, ভোট পেয়েছেন ২ শতাংশ। চতুর্থ স্থানে মেগান মার্কল (১.৯ শতাংশ ভোট) এবং পঞ্চম স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, তাঁর প্রাপ্ত ভোট ১.৮ শতাংশ।

উল্লেখ্য, শাহরুখ খানের জনপ্রিয়তা সকলেই জানেন। দেশের বাইরেও বলিউড বাদশার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে শাহরুখের জনপ্রিয়তা আরও বেড়েছে 'পাঠান' সিনেমার পর। প্রায় ৪ বছর পর তিনি সিনেমায় ফিরে ব্লকবাস্টার ছবির উপহার দিয়েছেন। ছবি মুক্তির আগে প্রচুর বিতর্ক হলেও সমস্ত কিছু পেছনে ফেলে দিয়ে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে। ৩০ মার্চ পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী ১০৫০ কোটি টাকারও বেশি আয় করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্রিটিশ ম্যাগাজিন 'এম্পায়ার' প্রকাশিত বিশ্বের 'সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা'র তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম ছিল কিং খানের। শাহরুখ ছাড়াও অন্যান্য বিশ্বমানের অভিনেতাদের মধ্যে ছিলেন টম ক্রুজ, ফ্লোরেন্স পাগ, রবার্ট ডি নিরো, টম হ্যাঙ্কস, নাটালি পোর্টম্যান, বেটে ডেভিস, ডেনজেল ওয়াশিংটন সহ অন্যান্যরা।

শাহরুখ খান
বিশ্বজুড়ে ব্যাঙ্কিং ব্যবস্থা আরও সঙ্কটের দিকে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ অর্থনীতিবিদ রঘুরাম রাজনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in