ব্রিটিশ ম্যাগাজিন এম্পায়ারে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ খান

শাহরুখ ছাড়াও অন্যান্য বিশ্বমানের অভিনেতাদের মধ্যে রয়েছেন টম ক্রুজ, ফ্লোরেন্স পাগ, রবার্ট ডি নিরো, টম হ্যাঙ্কস, নাটালি পোর্টম্যান, বেটে ডেভিস, ডেনজেল ওয়াশিংটন সহ অন্যান্যরা।
শাহরুখ খান
শাহরুখ খানফাইল চিত্র - সংগৃহীত

কথিত রয়েছে, ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক স্তরে বলিউডের বাদশা শাহরুখ খানের চেয়ে বেশি জনপ্রিয়তা আর কেউই অর্জন করতে পারেননি। তা যেন আরও একবার প্রমাণিত হলো। মঙ্গলবার ব্রিটিশ ম্যাগাজিন 'এম্পায়ার' প্রকাশিত বিশ্বের 'সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা'র তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে কিং খানের।

সাধারণ মানুষের ভোটেই তৈরি হয়েছে এই তালিকা। যেখানে শাহরুখ ছাড়াও অন্যান্য বিশ্বমানের অভিনেতাদের মধ্যে রয়েছেন টম ক্রুজ, ফ্লোরেন্স পাগ, রবার্ট ডি নিরো, টম হ্যাঙ্কস, নাটালি পোর্টম্যান, বেটে ডেভিস, ডেনজেল ওয়াশিংটন সহ অন্যান্যরা।

ইন্সটাগ্রামে খবরটি শেয়ার করে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি জানান, "বিশ্বের সর্বকালের সেরা ৫০ জন অভিনেতাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন শাহরুখ খান। তোমার জন্য আমরা সকলে গর্বিত।"

ব্রিটিশ ম্যাগাজিনে শাহরুখ খানের কয়েকটি কালজয়ী চরিত্র ও সিনেমার নাম উল্লেখ করা হয়েছে তার নামের পাশে। সেগুলি হলো: দেবদাস মুখার্জি (দেবদাস), রিজওয়ান খান (মাই নেম ইজ খান), রাহুল খান্না (কুছ কুছ হোতা হ্যায়) ও মোহন ভার্গব (স্বদেশ)। শুধু তাই নয়, শাহরুখের ভূয়সী প্রশংসা করে 'এম্পায়ার' কর্তৃপক্ষ জানান - এই তারকা প্রায় চার দশক ধরে কাজ করছেন এবং তার বিলিয়ন বিলিয়ন ভক্ত রয়েছে। প্রায় সব ধরণের সিনেমায় তিনি পারদর্শী, তিনি করতে পারেন না, এমন কিছু নেই।

প্রসঙ্গত, নতুন বছরের ২৫ জানুয়ারী মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং আদিত্য চোপড়া, আলেকজান্ডার দোস্তাল প্রযোজিত এই সিনেমাটি নতুন রূপে দেখা যাবে খান-কে।

সম্প্রতি, সিনেমাটির একটি গান 'বেশরম রং' প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে। গানের দৃশ্য এবং অভিনেত্রী দীপিকার পোশাক নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এমনকি, ছবির নাম, গানের দৃশ্য এবং অভিনেত্রীর পোশাক না বদলালে অবিলম্বে মধ্যপ্রদেশ সহ সারা দেশে পাঠান বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

গত সপ্তাহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শাহরুখ খান তাঁর আসন্ন ছবিটির জন্য সোশ্যাল মিডিয়ায় ঘৃণার কথা তুলে ধরেন। তিনি বলেন - আমি পড়েছি, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বাণিজ্যিক মূল্যও বৃদ্ধি পাচ্ছে। যা অত্যন্ত ধ্বংসাত্মক এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে।

শাহরুখ খান
Kamal Hassan: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন কমল হাসান
শাহরুখ খান
Mrs World 2022: ২১ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি - মিসেস ওয়ার্ল্ডের খেতাব জয়ী ভারতের সরগম কৌশল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in