
যৌন হেনস্থা, আর্থিক তছরুপের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির (Vijay Sethupathi) বিরুদ্ধে। অবশেষে এই নিয়ে নীরাবতা ভাঙলেন বিজয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এ ধরনের নোংরা অভিযোগ আমায় একটুও বিচলিত করে না"।
যদিও এই অভিযোগ তাঁর পরিবার ও তাঁর বন্ধু-বান্ধবদের উপর প্রভাব ফেলেছে বলে জানান দক্ষিণী অভিনেতা। তিনি বলেন, "আমায় যাঁরা চেনেন তাঁরা এই অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে চিনি। পোস্টগুলো পড়ে খারাপ লেগেছে আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের। সবাইকে বুঝিয়েছি এই ধরনের ভুল কথায় যেন গুরুত্ব না দেওয়া হয়। যিনি এমন মন্তব্য করেছেন, কিছুক্ষণের জন্য হলেও সবার কাছে গুরুত্ব পেয়েছেন তিনি। তাঁকে এই খ্যাতি উপভোগ করতে দেওয়া হোক"।
দক্ষিণী অভিনেতা ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা এই 'মিথ্যে অভিযোগ' নিয়ে আইনের সাহায্য নিয়েছেন বলে জানান। বিজয় জানিয়েছেন, বিষয়টি সাইবার ক্রাইম বিভাগের কাছে জানানো হয়েছে। তারাই বিষয়টি তদন্ত করছে।
বিজয়ের দাবি, তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'থালাইভান থালাইভি' ভালো ব্যবসা করছে। সেটা দেখেই অনেকে ঈর্ষান্বিত হয়ে এটা করে থাকতে পারে। তিনি বলেন, "আমার নতুন ছবিটি ভালো করছে। সম্ভবত, কিছু ঈর্ষান্বিত মানুষ মনে করেন যে আমাকে কলঙ্কিত করে তারা আমার চলচ্চিত্রের ক্ষতি করতে পারে। কিন্তু সেটা এভাবে করা সম্ভব নয়"।
উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে রম্যা মোহন নামে এক মহিলা একগুচ্ছ অভিযোগ এনেছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, “দক্ষিণে মাদকসেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি। তাঁর এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা"। যদিও পরে সেই পোস্টটি মুছে দেন তিনি। কারণ তাঁর মনে হয়েছিল, যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তাঁর কোনও সমস্যা হতে পারে। মেয়েটি পুননির্বাসন কেন্দ্রে রয়েছে। মেয়েটির নিরাপত্তার জন্যই পোস্টটি মুছে দিয়েছিলেন তিনি বলে দাবি রম্যার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন