
গত কয়েক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই -এর থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সলমন খান। কড়া নিরাপত্তার মধ্যে সবসময় চলাফেরা করেন তিনি। গতিবিধিও মাপা - বাড়ি থেকে শুটিং, শুটিং থেকে বাড়ি। এমনকি বাড়ি গ্যালাক্সিতেও রয়েছে কড়া নিরাপত্তা। এই আবহে এই প্রথম খুনের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান।
৩০ মার্চ অর্থাৎ রবিবার মুক্তি পেতে চলেছে সলমন খান এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি 'সিকন্দর'। তারই প্রচারে এসে প্রাণনাশের হুমকি নিয়ে প্রথমবার কথা বললেন ভাইজান। তিনি বলেন, “ভগবান, আল্লা সবাই উপরে রয়েছেন। ভাগ্যে যা বয়স লেখা আছে, ততদিনই বাঁচব। তবে কখনও কখনও এত লোকজনকে সঙ্গে নিয়ে চলতে হয়, যে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যস এটুকুই"।
খুনের হুমকি পাওয়ার পর থেকে অভিনেতার জীবন সীমাবদ্ধ বাড়ি থেকে সিনেমার সেট পর্যন্ত। সাংবাদিকদের সামনে খুব একটা দেখা যায় না তাঁকে। এ নিয়ে এদিন ভাইজানের মন্তব্য, “সাংবাদিকদের দেখলে আমি বিন্দুমাত্র বিচলিত হই না, বরং ওঁরা আশেপাশে না থাকলেই তখন কেমন যেন মনে হয়, আমার স্টাইলে ব্যাঘাত ঘটছে! এখন জীবনটা শুধুই গ্যালাক্সি (বাড়ি) আর শুটিংয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে আমার। বাড়ি থেকে শুটিং, আবার সেট থেকে বাড়ি। এই চলছে"।
ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে। 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিং চলছিল রাজস্থানের কঙ্কানি গ্রামে। সেই সময় ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। বির্তক হয়েছে এই নিয়ে। আর এই ঘটনার পর থেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নিশানায় ভাইজান। কারণ এই কৃষ্ণসার হরিণ লরেন্স বিষ্ণোই গ্যাং-এর ধর্মের পবিত্র প্রাণী। একাধিকবার সলমনকে খুনের হুমকি দিয়েছেন তিনি। তবে ২০২৪ সাল থেকে সেটি বেড়েছে বহুগুণে।
কয়েকমাস আগে ভাইজানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। এমনকি বিদেশে সলমনের বন্ধু গায়কের বাড়িতে হামলা হয়েছে। এর আগে গতবছর অক্টোবর মাসে খুন করা হয় সলমন ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে। একের পর এক ঘটনার পর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় ভাইজানকে। এছাড়া বুলেট প্রুফ গাড়িতে চড়েন তিনি। এমনকি নিজের বাংলোর গোটা বারান্দা মুড়ে ফেলা হয়েছে বুলেট প্রুফ কাচে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন