Saif Ali Khan: অস্ত্রোপচারের পর অবস্থা স্থিতিশীল সইফের, দুষ্কৃতি আবাসনেরই কেউ? অনুমান পুলিশের

People's Reporter: লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘন্টা ধরে চলে সইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে।
সইফ আলি খান
সইফ আলি খানছবি - সংগৃহীত
Published on

বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলা। গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে কুপিয়েছে দুষ্কৃতিরা বলে অভিযোগ। আহত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘন্টা ধরে চলে সইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও।

লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। এমনকি শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন অভিনেতা বলে জানিয়েছে হাসপাতাল। সইফের পাশাপাশি তাঁর বাড়ির এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়। জানা গেছে, তাঁর পরিস্থিতিও এখন স্থিতিশীল।

অন্যদিকে, মধ্যরাতে সইফের বাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই তিন জন সন্দেহভাজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, যে তিনজনকে আটক করা হয়েছে সকলেই অভিনেতার বাড়িতে কাজ করতেন। তবে যে ব্যক্তি সইফকে ছুরিবিদ্ধ করেন, তিনি ধরা পড়েছেন কিনা তা স্পষ্ট নয়। পুলিশের সন্দেহ, আবাসনের কেউই হামলা চালিয়েছে সইফের উপর। কারণ ঘটনার আগের ২ ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিনেতার বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ বলে জানা গেছে। তবে এখনই এবিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা।

এবিষয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম জানান, ‘এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে ঘটনার’।

মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর এবং জেহ-র সঙ্গে থাকেন সইফ। বুধবার রাত ২ টো নাগাদ অভিনেতার বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা। শব্দ পেয়ে বেরোতেই তাঁর উপর হামলা চালায় ওই দুষ্কৃতি। অভিযোগ, সইফকে ছুরি দিয়ে কোপায় ওই দুষ্কৃতি। এরপর আবাসন থেকে পালিয়ে যায় দুষ্কৃতি। জখম অবস্থায় রাত সাড়ে তিনটে নাগাদ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে হানা দেয় ওই দুষ্কৃতি।

সইফ আলি খান
'রাষ্ট্রদ্রোহ' - ভারতের স্বাধীনতা নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করায় রাহুল গান্ধীর নিশানায় সংঘ প্রধান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in