Sabyasachi Chakraborty: অসুস্থ সব্যসাচী চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

People's Reporter: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। যদিও তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর শারীরিক অসুস্থতার বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
সব্যসাচী চক্রবর্তী
সব্যসাচী চক্রবর্তীফাইল ছবি, ফেসবুক থেকে সংগৃহীত
Published on

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। যদিও এখনও পর্যন্ত তাঁর অসুস্থতার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। বর্ষীয়ান ফেলুদার শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত টলিউড এবং সব্যসাচীর অগুণতি ভক্তরা। অসমর্থিত সূত্রের খবর অনুসারে তাঁর বুকে ব্যাথা হওয়ায় তাঁকে বুধবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দিনকয়েক আগেই তাঁর বড়ো ছেলে গৌরব এবং পুত্রবধূ ঋদ্ধিমার ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গিয়েছিল ফেলুদাকেও।

গত বছর ঢাকায় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সব্যসাচী জানিয়েছিলেন, তিনি এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান। তখনই তিনি জানিয়েছিলেন, নতুনদের তিনি জায়গা ছেড়ে দিতে চান। যদিও পরে সব্যসাচী জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।

প্রবাদপ্রতিম নাট্যব্যক্তিত্ব জোছন দস্তিদারের তেরো পার্বণ টেলিভিশন সিরিয়ালের থেকেই তিনি বাঙলার দর্শকমহলে পরিচিত হয়ে ওঠেন। এরপর একাধিক বাঙলা সিরিয়ালের সঙ্গে সঙ্গে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। জানা গেছে বর্তমানে তিনি দেবী চৌধুরানী চলচ্চিত্রে হরবল্লভের ভূমিকায় অভিনয় করছেন।  

সব্যসাচী চক্রবর্তী
Amitabh Bachchan: হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারে মিথ্যে, নিজেই জানালেন ‘বিগ বি’
সব্যসাচী চক্রবর্তী
Papon Angaraag: মায়ের জন্মদিনে আবেগঘন পোষ্ট, অসমীয়া ভাষায় পাপন লিখলেন 'জোতে আশা ভালে থাকা'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in