

মায়ের জন্মবার্ষিকীতে আবেগঘন পোষ্ট করলেন বিখ্যাত গায়ক অঙ্গরাগ মহন্ত ওরফে পাপন। সোমবার গায়কের মা তথা বিখ্যাত অসমীয় লোক সঙ্গীত শিল্পী অর্চনা মহন্তের ৭৫ তম জন্মবার্ষিকী। মাকে স্মরণ করে অসমীয়া ভাষায় গায়ক লেখেন, “যেখানেই থেকো ভালো থেকো।
সোমবার, মায়ের জন্মবার্ষিকীতে এক্স হ্যান্ডেলে মায়ের সঙ্গে একটি ছবি পোষ্ট করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন মা। তোমাকে খুব মিস করছি। যেখানেই আছো গান গাইতে থাকো, হাসতে থাকো। যেখানেই থেকো ভালো থেকো।“ উল্লেখ্য, ২০২০ সালে আগষ্ট মাসে প্রয়াত হন গায়কের মা।
পাপন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী খগেন মহন্ত ও অর্চনা মহন্তের পুত্র। তাঁর বাবা 'বিহুর রাজা' নামে পরিচিত ছিলেন। তাঁর বাবার 'বিহু' গান যেমন ‘বোরগীত’ আসামে বেশ জনপ্রিয়। তাঁর বাবা-মা অসমীয়া লোকসঙ্গীতকে জনপ্রিয় করে বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছিলেন। এছাড়াও মায়ের গাওয়া 'আবুঝা চাকুলো না ঢাকিবি' গানে সুর দিয়েছেন পাপন।
পাপন, তাঁর গাওয়া ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। সম্প্রতি, পাপন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত রহস্য থ্রিলার 'মেরি ক্রিসমাস'-এর জন্য 'নজর তেরি' গেয়েছেন।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন