
রিয়েল এস্টেট সংস্থার আর্থিক জালিয়াতির মামলায় এবার নাম জড়াল দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর (Mahesh Babu)। জানা গেছে, তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলা উপভোক্তা কমিশন এই অভিনেতার নামে নোটিশ জারি করেছে।
সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের হয়ে প্রচার করেন অভিনেতা মহেশ বাবু। জানা গেছে, ওই সংস্থার বিরুদ্ধে হায়দ্রাবাদের এক চিকিৎসক ৩৪.৮ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ তুলেছে। অভিযোগ, যে প্লটের অস্তিত্ব নেই এমন প্লটের জন্য ৩৪.৮ লক্ষ টাকা দিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। সাই সূর্য ডেভেলপার্স সংস্থার প্রচার এবং ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে তৃতীয় উত্তরদাতা হিসাবে অভিযোগপত্রে মহেশ বাবুর নাম উল্লেখ করা হয়েছে। তবে মহেশ বাবু বা তাঁর টিম এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এর আগেও এই সংস্থার বিরুদ্ধে ওঠা আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছিল মহেশ বাবুর। চলতি বছর এপ্রিলে সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের আর্থিক তছরুপ মামলায় মহেশকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা যায়, সাই সূর্য ডেভেলপার্সের মালিক কাঁচারলা সতীশ চন্দ্র গুপ্তার বিরুদ্ধে 'গ্রিন মিডোস' নামে একটি প্রকল্পের ডেলিভারি গাফিলতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে মহেশ বাবুকে জেরা করা হয়েছিল।
যদিও সেই সময় ইডির তরফ থেকে জানানো হয়েছিল, অভিনেতাকে অভিযুক্ত হিসাবে জেরা করা হয়নি। তিনি এই কেলেঙ্কারিতে নাও জড়িয়ে থাকতে পারেন। তিনি কী কী জানেন তা জানতে এই জিজ্ঞাসাবাদ। তাঁরা জানিয়েছিলেন, 'জালিয়াতির বিষয়ে না জেনেই অভিযুক্ত সংস্থাগুলির রিয়েলটি প্রকল্পগুলিকে সমর্থন করে থাকতে পারেন অভিনেতা।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন