পর্ণ সিনেমার পর এবার আর্থিক তছরুপের দায়ে অভিযুক্ত রাজ কুন্দ্রা, মামলা দায়ের ইডির

গতবছর জুলাই মাসে পর্ণ ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। অভিযোগ ছিল শুধু পর্ণ ভিডিও বানানোয় নয়, একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো কাজও করতেন রাজ।
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিফাইল চিত্র
Published on

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফিক ছবি নির্মাণ ও প্রচারের অভিযোগ ছিল আগেই। এবার বেআইনিভাবে অর্থ পাচারের কারণে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সরকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (E.D)।

গতবছর জুলাই মাসে পর্ণ ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল শুধু পর্ণ ভিডিও বানানোয় নয়, একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো কাজও করতেন রাজ। মাস তিনেক জেলে কাটানোর পর ৫০,০০০ টাকা জরিমানার পরিবর্তে জামিনে মুক্তি পান তিনি।

এরপর গত বছর নভেম্বরে, নিতিন গড়াই নামক এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। তাদের ফিটনেস কোম্পানি 'এস.এফ.এল ফিটনেস' টাকা তছরুপের দায়ে অভিযুক্ত। এই ঘটনার পর আবার এই মামলায় নতুন সুত্র খুঁজে পেয়েছে মুম্বাই পুলিশ।

ED সূত্রের খবর, ফেব্রুয়ারি ২০১৯ সালে 'আর্মস্ প্রাইম মিডিয়া লিমিটেড' নামে একটি কোম্পানি গঠন করেন রাজ এবং সেই কোম্পানির অধীনে 'হট-শটস্' নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। ‘হট-শটস্’ অ্যাপটি পরে ব্রিটেনের একটি কোম্পানি ‘কেনরিন’ -এর কাছে বিক্রি করেন রাজ কুন্দ্রা। প্রসঙ্গত, এই ‘কেনরিন’-এর CEO হলেন প্রদীপ বক্সি, যিনি ঘটনাক্রমে রাজ কুন্দ্রার শ্যালক অর্থাৎ শিল্পার ভাই।

এই অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য, রাজ কুন্দ্রার সংস্থা ‘ভিয়ান ইন্ডাস্ট্রি’, বিদেশী সংস্থা ‘কেনরিন’-এর সাথে চুক্তি করেছিল। অভিযোগ এভাবেই পর্ন ফিল্ম থেকে অর্জিত টাকা ব্রিটেন থেকে রাজ কুন্দ্রার কোম্পানির অ্যাকাউন্টে আসত। যার ফলস্বরূপ ভিয়ানের ১৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল, সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, 'হটশটস্' নামে একটি গ্রাহক-চালিত মোবাইল অ্যাপ ব্যবহার করে পর্ণ ফিল্ম তৈরি ও বিতরণ করার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। যদিও কুন্দ্রা তার বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
পর্ণোগ্রাফি কান্ডে ২৩ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রা এবং তাঁর সহযোগীর পুলিশি হেফাজত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in