Pathaan: বিতর্ক উড়িয়ে বক্স অফিসে 'পাঠান' সুনামি! বিশ্বব্যাপী আয় প্রায় সাড়ে ৫০০ কোটি

তাছাড়া ভারতীয় সিনেমাগুলির মধ্যে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করে রেকর্ড সৃষ্টি করেছে 'পাঠান'। এর আগে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করতে কেজিএফ ২ (হিন্দি)-র সময় লেগেছিল ৭ দিন।
পাঠান
পাঠানছবি - তরণ আদর্শের ট্যুইটার হ্যান্ডেল

বিতর্ক উড়িয়ে স্বপ্নের দৌড়ে শাহরুখ-দীপিকার 'পাঠান'। মাত্র ৫ দিনেই ভারত ও ভারতের বাইরে মিলিয়ে বক্স অফিসে আয় ৫৪২ কোটি টাকা। অনুগামীদের মতে খুব শীঘ্রই ১০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবে 'পাঠান'।

'পাঠান' মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা হলগুলিতে ভক্তদের ভিড় ছিল লক্ষ্যণীয়। শুধু ভারতেই নয় বিদেশেও নজরকাড়া ব্যবসা করেছে বলিউডের 'বাদশা'-র ছবি। পরিসংখ্যান বলছে, ভারতে পাঁচ দিনে সিনেমার আয় ৩৩৫ কোটি টাকা। বিদেশে আয় ২০৭ কোটি। মোট ৫৪২ কোটি টাকা। সিনেমার এই সাফল্যকে বিশ্লেষক তরণ আদর্শ সুনামি হিসেবে চিহ্নিত করেছেন।

তাঁর পরিসংখ্যান অনুযায়ী, সিনেমাটি (হিন্দি) বুধবার ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি এবং রবিবার ৫৮.৫০ কোটি টাকা আয় করেছে। তামিল ও তেলেগু ভাষায় বুধবার আয় ২ কোটি, বৃহস্পতিবার ২.৫০ কোটি, শুক্রবার ১.২৫ কোটি, শনিবার ১.৭৫ কোটি এবং রবিবার ২.২৫ কোটি টাকা।

তাছাড়া ভারতীয় সিনেমাগুলির মধ্যে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করে রেকর্ড সৃষ্টি করেছে 'পাঠান'। মাত্র ৫ দিনেই সেই রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করতে কেজিএফ ২ (হিন্দি)-র সময় লেগেছিল ৭ দিন। বাহুবলী ২ সময় নিয়েছিল ৮ দিন। দঙ্গল, টাইগার জিন্দা হ্যায় ও সঞ্জু নিয়েছিল ১০ দিন।

অনেকে মনে করছেন শাহরুখ খানের হাত ধরে আবার হিন্দি সিনেমা লাভের মুখ দেখতে পাচ্ছে। শুধু হিন্দি সিনেমাই নয় পাঠানের জন্য অনেক সিনেমা হল কর্তৃপক্ষের মুখের হাসি ফুটেছে।

পাঠান
RRR: 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য অস্কারের চূড়ান্ত তালিকায় মনোনীত 'নাটু নাটু'

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in