RRR: 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য অস্কারের চূড়ান্ত তালিকায় মনোনীত 'নাটু নাটু'

'নাটু নাটু' ছাড়া অন্য ৪টি গান হল, 'Applause', 'Hold My Hand', 'Lift Me Up', 'This Is A Life'।
RRR: 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য অস্কারের চূড়ান্ত তালিকায় মনোনীত 'নাটু নাটু'
ছবি - RRR সিনেমার ট্যুইটার হ্যান্ডেল

স্বপ্নের দৌড়ে দক্ষিণি সিনেমা 'RRR'। 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য অস্কারের চূড়ান্ত তালিকাতেও মনোনয়ন পেল 'নাটু নাটু' গান। আরও একবার অস্কার আসবে কি ভারতের ঝুলিতে? অধীর আগ্রহে চিত্র পরিচালক থেকে শুরু করে সঙ্গীত পরিচালক সকলেই।

একের পর এক আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হচ্ছে এস এস রাজামৌলীর RRR। সিনেমাটির সাথে প্রচুর সম্মান কুড়িয়েছে 'নাটু নাটু' গানটিও। আগেই 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য মনোনয়ন পেয়েছিল গানটি। তবে সেটি ছিল বাছাইয়ের মনোনয়ন। এবার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে গানটি। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত পরিচালক, কম্পোজার সহ গোটা টিমকে অভিনন্দন জানিয়ছেন জুনিয়র এনটিআর।

ট্যুইটারে তিনি লেখেন, মনোনয়ন পাওয়ার জন্য এম এম কীরাভানি ও গীতিকার চন্দ্রবোসকে অসংখ্য অভিনন্দন। এই গানটি চিরকাল আমার হৃদয়ে বিশেষ স্থানে থাকবে। চিরঞ্জীবী লেখেন, সেরার শিরোপা জয়ের থেকে মাত্র এক ধাপ দূরে সিনেমাটি। পুরো RRR দলকে অনেক শুভেচ্ছা।

বাছাই পর্বে প্রথম ভারতীয় গান হিসেবে অস্কারের শর্টলিস্ট তালিকায় জায়গা পেয়েছিল 'নাটু নাটু'। মোট ১৪টি গান প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার জন্য। সেখান থেকে ৫টি গান বেছে নেওয়া হয়। 'নাটু নাটু' ছাড়া অন্য ৪টি গান হল, 'Applause', 'Hold My Hand', 'Lift Me Up', 'This Is A Life'।

উল্লেখ্য, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। ১২ মার্চেই জানা যাবে 'নাটু নাটু'-র ঝুলিতে অস্কার আসে কিনা। অস্কারের জন্য মনোনয়নের ঘোষণা করেন অভিনেতা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস। অনুষ্ঠানের হোস্ট থাকবেন জিমি কিম্মেল।

RRR: 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য অস্কারের চূড়ান্ত তালিকায় মনোনীত 'নাটু নাটু'
Oscar: সেরার লড়াইয়ে মনোনীত বঙ্গসন্তানের তথ্যচিত্র, সত্যজিত রায়ের পর ফের অস্কার জয়ের হাতছানি
RRR: 'বেস্ট অরিজিনাল সং'-র জন্য অস্কারের চূড়ান্ত তালিকায় মনোনীত 'নাটু নাটু'
Lakhimpur Kheri: কৃষকদের পিষে মারার ঘটনায় সুপ্রিম কোর্টে জামিন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in