

বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না 'পাঠান'-র। কখনও গানের দৃশ্য থেকে শুরু করে অভিনেত্রীর পোশাক নিয়ে উঠছে শোরগোল। আবার কেউ কেউ দেশব্যাপী ছবি বয়কটের ডাক দিয়ে অভিনেতা 'কিং খান'-কে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। তবে এবার সরাসরি দেশের সেন্সর বোর্ড (The Central Board of Film Certification)-র রোষানলের মুখে 'পাঠান'।
নতুন বছরের ২৫ জানুয়ারী সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' মুক্তি পাবে সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। সূত্রের খবর, ছবি মুক্তির আগে সেটি সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্রের জন্য পাঠানো হয়। ছবি দেখার পর সংস্থার চেয়ারপার্সন প্রসূন যোশীর অধীনস্থ বোর্ড ছবিতে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
প্রসূন যোশীর দাবি, গাইডলাইন মেনেই আমরা ‘পাঠান’ দেখেছি। ছবিটির নির্মাতাদের গান ছাড়াও ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন করে তারপর আবার সেটি আমাদের কাছে পাঠাতে বলা হয়েছে। সিবিএফসি সব সময়েই শৈল্পিক বহিঃপ্রকাশ এবং দর্শকের সংবেদনশীলতা মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। এবারও তার অন্যথা হবে না। সবদিক ভেবেচিন্তেই সিবিএফসি সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর পাঠান ছবির একটি গান 'বেসরম রং' মুক্তি পাওয়ার পর থেকেই গানের দৃশ্য এবং দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে শুরু হয় জোর চর্চা। গেরুয়া রং-র পোশাক নিয়ে তীব্র আপত্তি জানায় কেন্দ্রের মসনদে থাকা বিজেপি সরকার। তবে, সেই সময় কোনও মন্তব্য না করলেও, সম্প্রতি ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে নাম না করেই ক্ষোভ প্রকাশ করেন বলিউড 'বাদশা' শাহরুখ খান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন