'সাবাস মিঠু'র ট্রেলারে তাপসী পান্নুকে দেখে মুগ্ধ নেটিজনেরা - ট্যুইটে শুভেচ্ছাবার্তা শচীনের

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা ক্রিকেটার মিতালী রাজের বায়োপিক 'সাবাস মিঠু'। এই ছবির পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবিটি আগামী ১৫ই জুলাই বড়পর্দায় মুক্তি পাবে।
'সাবাস মিঠু' - র পোস্টার
'সাবাস মিঠু' - র পোস্টারছবি - সংগৃহীত

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তাপসী পান্নু অভিনীত হিন্দি ছায়াছবি ‘সাবাস মিঠু’।ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে ক্রিকেটার ‘মিতালী রাজ’ -এর চরিত্রে। মিতালীর চরিত্রে ‘তাপসী পান্নু’র ফার্স্ট লুক প্রকাশিত হবার পর তা নিয়ে নেটিজনদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। অন্য ধারার ছবিতে চরিত্রাভিনেতা হিসাবে অভিনয়ের জন্য সুনাম রয়েছে তাপসীর। বলিউডের বিভিন্ন পরীক্ষামূলক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা ক্রিকেটার মিতালী রাজের জীবন নিয়ে এই বায়োপিকটি ‘ভায়াকম ১৮’ –এর প্রযোজনায়, বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্তরে মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে যোধপুরের মিতালী রাজের।

মিতালীর জীবনের টানাপড়েনের কথা, একজন মহিলা ক্রিকেটার হিসাবে তাঁর লড়াইের ছবি ফুটে উঠবে এবার রূপোলী পর্দায়। হাতে ব্যাট নিয়ে, মাঠে নেমে, ঘামে ভেজা দেশের জার্সি পড়া ছবিতে তাপসীকে, ট্রেলারে চার-ছক্কা মারতে দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শককুল।

প্রাক্তন ক্রিকেটার মিতালী রাজের ভূমিকায় তাপসীকে দেখে চমকে গিয়েছেন দর্শক। এ কি অভিনেত্রী, নাকি সত্যিই মিতালী! ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্ব জুড়ে স্বপ্ন নিজের বোনার সাহসে তাপসী যেন অবিকল ভারতীয় দলের জেদি প্রাক্তন অধিনায়ক হয়ে গিয়েছেন।

মিতালীর চরিত্রে তাপসী পান্নু’র কাস্টিংকে প্রশংসা করেছেন সমালোচকরা। সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারের ঝলকে তাপসীকে দেখে সত্যিই সাবাস বলছেন দর্শককূল। ‘সাবাশ মিঠু’র ট্রেলারে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ, একটি হ্যাসট্যাগ (#GirlWhoChangedTheGame) ব্যবহার করেছেন যা ট্রেন্ড করছে ট্যুইটারে।

শচীন ট্যুইট বার্তায় জানিয়েছেন, “সাবাস মিঠু-র ট্রেলার হৃদয়গ্রাহী। মিতালী লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখতে এবং তাদের অনুপ্রাণিত করেছে। আমি এই সিনেমাটি দেখার জন্য উন্মুখ। ছবির পুরো দলের জন্য আমার শুভকামনা।”

প্রসঙ্গত, একদিকে আসন্ন ছবি ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’, অন্য দিকে মিতালী রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসাথে দুই প্রাক্তন ক্রিকেট তারকার বায়োপিকের তোড়জোড় শুরু হয়েছে। ‘চাকদহ এক্সপ্রেস’ -ছবির প্রথম ঝলকে ঝুলন গোস্বামীর ভূমিকায় আগেই নজর কেড়েছেন অনুষ্কা শর্মা। এবারে মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু। সবমিলিয়ে একথা বলাই যায় যে, বলিউডে এখন সাড়া ফেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মিতালী রাজের ভূমিকায় পর্দায় অভিনয়ের এই সুযোগ অফুরান তৃপ্তি জুগিয়েছে অভিনেত্রী তাপসীকেও। তাঁর কথায়, “কিছু ক্রিকেটার থাকে যাদের অজস্র রেকর্ড থাকে। কিছু ক্রিকেটারের থাকে অসংখ্য অনুরাগী। কোনও ক্রিকেটার আবার নিজেই অনুপ্রেরণা হয়ে ওঠেন, বিশ্বাস করতে শেখান, খেলতে শেখান। বোঝান যে, তিনি পারলে অন্যরাও পারবেন। মিতালী এই সব কটি ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি মহিলা ক্রিকেট দলের ধারণাটাই বদলে ফেলতে সক্ষম হয়েছেন সারা বিশ্বে। ওঁর ২৩ বছরের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে ভাগ্যের ব্যাপার।”

উল্লেখ্য, ‘সাবাস মিঠু’ ছবিতে অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মুমতাজ সরকারকে। এবারে শেষমেশ বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে ১৫ই জুলাই।

'সাবাস মিঠু' - র পোস্টার
ঝুলন গোস্বামীর বায়োপিকে 'ফর্সা' অভিনেত্রী অনুষ্কা শর্মা কেন? প্রশ্ন নেট নাগরিকদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in