Nayanthara: 'অন্নপূর্ণী’ বিতর্কে সোশ্যাল মিডিয়ায় 'জয় শ্রী রাম' লিখে ক্ষমা চাইলেন অভিনেত্রী নয়নতারা

People's Reporter: ১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘অন্নপূর্ণী’ ছবিটি। ছবির একটি সংলাপে রামকে 'মাংস-ভক্ষণকারী' বলে উল্লেখ করা হয়েছে।
রোষের মুখে দক্ষিণী নায়িকা নয়নতারা
রোষের মুখে দক্ষিণী নায়িকা নয়নতারাছবি সংগৃহিত
Published on

আগামী সোমবার রামমন্দির উদ্বোধন। যা নিয়ে গোটা দেশজুড়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। অযোধ্যায় ভিড় জমাতে শুরু করেরেন পূণ্যার্থীরা। আর সেই রামকে 'অপমান' করে রোষের মুখে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা। শেষ পর্যন্ত সমাজ মাধ্যমে 'জয় শ্রী রাম' লিখে ক্ষমা চাইতে হল তাঁকে।

ঘটনার সূত্রপাত তাঁর নতুন ছবি ‘অন্নপূর্ণী’-কে ঘিরে। অভিযোগ, সিনেমাতে বেশ কিছু দৃশ্যে রামকে অপমান করা হয়েছে। এর পর বেশ কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের রোষের মুখে পড়েন 'জওয়ান' সিনেমা খ্যাত এই অভিনেত্রী। একাধিক এফআইআর দায়ের হয় তাঁর নামে। পরিস্থিতি উত্তপ্ত দেখে নেটফ্লিক্স থেকে তুলে নেওয়া হয় ছবিটি। শুক্রবার বিবৃতি দিয়ে সমাজ মাধ্যমে ক্ষমাও চান অভিনেত্রী।

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নয়নতারা লেখেন, ‘‘জয় শ্রী রাম, আমি আমার ছবিতে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু হয়তো নিজেদের অজান্তেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, সেই ছবিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে তা ভাবতে পারিনি। আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি নিজে এক জন ধার্মিক মানুষ, বিভিন্ন মন্দিরে পুজো দিই। কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারব না।’’ 

নয়নতারার সংযোজন, ‘‘গত দু’দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, জীবনের শুরুর সময় থেকে সব সময় ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির ক্ষেত্রেও তেমনটাই উদ্দেশ্য ছিল।’’

১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘অন্নপূর্ণী’ ছবিটি। ছবির একটি সংলাপে রামকে 'মাংস-ভক্ষণকারী' বলে উল্লেখ করা হয়েছে। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে রমেশ সোলাঙ্কি নামের এক ব্যক্তি মুম্বাইয়ের লোকমান্য তিলক মার্গ থানায় প্রথমে এফআইআর দায়ের করেন। এরপর একাধিক এফআইআর দায়ের হয় সিনেমাটির বিরুদ্ধে। ছবির প্রযোজক জি স্টুডিওস বিশ্ব হিন্দু পরিষদের কাছে ক্ষমাও চেয়েছে।

রোষের মুখে দক্ষিণী নায়িকা নয়নতারা
Mallikarjun Kharge: ভারতে 'অমৃতকালের' থেকে বেশি 'শিক্ষাকাল' দরকার - খাড়গের নিশানায় মোদী সরকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in