National Film Awards: ৩৩ বছর পর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ! পুরো তালিকা একনজরে

People's Reporter: তালিকায় শাহরুখ ছাড়াও রয়েছেন বিক্রান্ত ম্যাসি। 'টুয়েলভথ ফেল' -এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।
শাহরুখ খান, রানি মুখার্জি এবং বিক্রান্ত ম্যাসি
শাহরুখ খান, রানি মুখার্জি এবং বিক্রান্ত ম্যাসিছবি - সংগৃহীত
Published on

শুক্রবার ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম (National Film Awards 2025)। এদিন সন্ধ্যা ৬ টায় সাংবাদিক সম্মেলন করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৩৩ বছর পর প্রথম জাতীয় জাতীয় পুরস্কার পেতে চলেছেন শাহরুখ খান 'জাওয়ান' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি। এই বিভাগে যৌথভাবে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। 'টুয়েলভথ ফেল' -এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন রানি মুখোপাধ্যায় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'-এর জন্য। দুটি পুরস্কার পেয়েছে বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি'।

এক নজরে ৭১ তম জাতীয় পুরস্কারের পুরো তালিকা -

সেরা অভিনেতা (প্রধান চরিত্রে):

শাহরুখ খান (জওয়ান)

বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্রে):

রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পার্শ্বচরিত্র (অভিনেতা)ঃ

বিজয়রাঘবন (পুক্কলাম)

মুথুপেত্তাই সোমু ভাস্কর (পার্কিং)

সেরা পার্শ্বচরিত্র (অভিনেত্রী)ঃ

উর্বশী (উল্লোঝুক্কু)

জানকী বোদিওয়ালা (ভ্যাশ)

সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: টুয়েলফথ ফেল

সেরা হিন্দি চলচ্চিত্র: কাঁঠাল: আ জ্যাকফ্রুট মিস্ট্রি পরিচালক

সেরা তেলেগু চলচ্চিত্রঃ ভগবন্ত কেশরী

সেরা তামিল চলচ্চিত্রঃ পার্কিং

সেরা পাঞ্জাবী চলচ্চিত্রঃ গডডে গডডে চা

সেরা ওড়িয়া চলচ্চিত্রঃ পুষ্কর

সেরা মারাঠি চলচ্চিত্রঃ শ্যামচি আই

সেরা মালায়ালাম চলচ্চিত্রঃ উল্লোঝুক্কু

সেরা কন্নড় চলচ্চিত্রঃ কান্দিলু: আশার রশ্মি

সেরা গুজরাটি চলচ্চিত্রঃ ভ্যাশ

সেরা বাংলা চলচ্চিত্রঃ ডিপ ফ্রিজ

সেরা অসমীয় চলচ্চিত্রঃ রোঙ্গাটাপু ১৯৮২

সেরা পরিচালক: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)

সেরা নৃত্য পরিচালনাঃ বৈভবী মার্চেন্ট (রকি অর রানি কি প্রেম কাহানি)

সেরা অ্যাকশন নির্দেশনাঃ নন্দু এবং প্রুধ্বী (হনু-ম্যান)

সেরা লিরিক্সঃ কাসারলা শ্যাম (বালাগাম)

সেরা সঙ্গীত পরিচালনা:

গানের জন্য: ভাথি (তামিল)

পটভূমি সঙ্গীতের জন্য: অ্যানিমাল (হিন্দি)

সেরা গায়কঃ পিভিএনএস রোহিত (বাচ্চা)

সেরা গায়িকাঃ শিল্পা রাও (জাওয়ান)

সেরা সিনেমাটোগ্রাফিঃ প্রশান্তনু মহাপাত্র (দ্য কেরালা স্টোরি)

সেরা সম্পাদনাঃ মিধুন মুরালি (পুক্কালাম)

সেরা সাউন্ড ডিজাইনঃ শচীন সুধাকরণ, হরিহরণ (অ্যানিমাল)

সেরা প্রোডাকশন ডিজাইনঃ মোহনদাস (২০১৮ -এভরিওয়ান ইজ হিরো)

সেরা মেক-আপঃ শ্রীকান্ত দেশাই (স্যাম বাহাদুর)

সেরা পোশাক ডিজাইনারঃ শচীন, দিব্যা, নিধি (স্যাম বাহাদুর)

বিশেষ উল্লেখঃ মিঃ রাধাকৃষ্ণণ (রি-রেকর্ডিং মিক্সার) (অ্যানিমাল)

শাহরুখ খান, রানি মুখার্জি এবং বিক্রান্ত ম্যাসি
যৌন হেনস্থা, আর্থিক তছরুপ - একগুচ্ছ অভিযোগ বিজয় সেতুপতির বিরুদ্ধে! কী বললেন দক্ষিণী অভিনেতা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in