Oscars 2023: প্রথম ভারতীয় গান হিসেবে শর্টলিস্ট তালিকায় জায়গা পেল নাটু নাটু

রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা RRR-র নাটু নাটু গানটি অস্কারের 'বেস্ট সং' বিভাগে মনোনয়ন পেয়েছে।
নাটু নাটু গানের দৃশ্য
নাটু নাটু গানের দৃশ্যছবি সংগৃহীত
Published on

চলচ্চিত্র জগতে সবচেয়ে সম্মানীয় পুরষ্কার হিসেবে ধরা হয় অস্কারকে। ২০২৩ সালের অস্কারের মনোয়নের জন্য বাছাই তালিকায় জায়গা করে নিল এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা RRR-র গান - 'নাটু নাটু'। প্রথম ভারতীয় গান হিসেবে অস্কারের শর্টলিস্ট তালিকায় স্থান পেল এই দক্ষিণী গানটি। 'বেস্ট সং' বিভাগে মনোনয়ন পেয়েছে গানটি। সিনেমাটির নির্মাতা ট্যুইটে একথা জানিয়েছেন।

RRR সিনেমার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে, "প্রথম ভারতীয় গান হিসেবে একাডেমি পুরস্কারের জন্য শর্টলিস্ট তালিকায় রয়েছে নাটু নাটু গানটি। আমাদের সমর্থন করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।"

নাটু নাটু গানটি কম্পোজ করেছেন এম এম কিরাভানি এবং গেয়েছেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। গানটির দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে ছবিটির মুখ্য দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণকে। ২০২৩ আকাদেমি পুরষ্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে আগামী ২৪ জানুয়ারী। কিন্তু ইতিমধ্যেই নাটু নাটু গানটি গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েস পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে।

অস্কার মনোনয়নের জন্য নাটু নাটু গানটি প্রতিদ্বন্দ্বিতা করবে আরও ১৪টি গানের সাথে। সেই গানগুলির মধ্যে রয়েছে - অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমা থেকে নাথিং ইজ লস্ট (ইউ গিভ মি স্ট্রেংথ), ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার থেকে লিফট মি আপ, গুইলারমো ডেল টোরো'জ পিনোচিও থেকে সিয়াও পাপা, টপ গান: ম্যাভেরিক থেকে হোল্ড মাই হ্যান্ড এবং টেইলর সুইফটের অ্যালবাম হোয়্যার দ্য ক্রাউডেডস সিং থেকে ক্যারোলিনা।

RRR সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী-সহ নানা বিভাগের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানেও মুক্তি পেয়েছে ছবিটি।

সিনেমাটির প্রধান ভূমিকায় রাম চরণ এবং জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ, অলিভিয়া মরিস, সামুথিরাকানি, অ্যালিসন ডুডি, রে স্টিভেনসন। চিত্র সমালোচকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে RRR।

নাটু নাটু গানের দৃশ্য
ব্রিটিশ ম্যাগাজিন এম্পায়ারে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ খান
নাটু নাটু গানের দৃশ্য
Kamal Hassan: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন কমল হাসান

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in