Manoj Bajpayee: লড়াই করে বেঁচে থাকার কাহিনী - প্রেক্ষাগৃহে মুক্তি পেল মনোজ বাজপেয়ীর ‘জোরাম’

People's Reporter: দেবাশীষ মাখিজা পরিচালিত ‘জোরাম’ লড়াই করে বেঁচে থাকার কাহিনী। সিনেমাতে মনোজ বাজপেয়ী একজন পলাতক বাবার ভূমিকায় অভিনয় করেছেন।
অফিসিয়াল পোস্টার
অফিসিয়াল পোস্টার
Published on

৮ ডিসেম্বর, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘জোরাম’ (Joram)। মুক্তির দিনই এই ছবি নিয়ে একাধিক মন্তব্য করেছেন মনোজ। জানিয়েছেন এই সিনেমায় কাজ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা।

দেবাশীষ মাখিজা পরিচালিত ‘জোরাম’ লড়াই করে বেঁচে থাকার কাহিনী। সিনেমাতে মনোজ বাজপেয়ী একজন পলাতক বাবার ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

অভিনেতা জানান, "এই মুহুর্তে এটি আমার মনে কী প্রভাব ফেলেছে তা বলা অসম্ভব। ভালো চরিত্র আমার কাছে আসছে, আমি ভালো পরিচালকদের সঙ্গে কাজ করছি এবং আমি এর সর্বোচ্চ সুবিধা নিতে চাই।"

তিনি আরও বলেন, "আমরা বেশ ভালো কাজ করছি। এছাড়াও দেবাশীষ মাখিজা, বিক্রমাদিত্য মোতওয়ানের মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা অবিরাম কাজ করে চলেছেন। এবং এই ধরণের জিনিসগুলি অন্বেষণ করছেন। এটিই এর সৌন্দর্য।" অভিনেতা আরও জানান, "যখন কোনো স্বাধীন সিনেমার কথা আসে তখন আপনি দেখতে পান অনেক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। এরা পুরোপুরি সিনেমা প্রেমী। সিনেমার মানুষ হিসেবে এঁরা বেড়ে উঠেছেন। তাঁরা নিজেরাই নিজেদেরকে উন্নত ও শিক্ষিত করে তুলছেন, এবং তাঁদের নিজস্বতা প্রতিটি ছবিতে ফুটে উঠছে।

মনোজ এদিন জানান, এই ধরনের ছবিগুলি আরও বেশি করে হওয়া উচিত। শুধু দেবাশীষ বা বিক্রমাদিত্য মোতওয়ানের দায়িত্ব নয়। পরবর্তীতে যারা আসবে, তাদেরও দায়িত্ব। তাঁর কথায় - "এই পরিচালকদের ছবি দর্শকদের দেখা উচিত। যাতে তাঁরা ভবিষ্যতে এই ধরনের আরও ছবি তৈরি করতে উৎসাহী হন।" মনোজ বাজপেয়ী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন করেছেন মহম্মদ জিশান আয়ুব।

অফিসিয়াল পোস্টার
রাশ্মিকা, আলিয়া, কাজলের পর এবার ডিপফেকের শিকার 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in