Lata Mangeshkar: লতা মুঙ্গেশকর প্রয়াত, শেষ হল সুরসম্রাজ্ঞীর সাত দশকের সঙ্গীত সাধনা

লতা মুঙ্গেশকর প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯২ বছর। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।
লতা মুঙ্গেশকর
লতা মুঙ্গেশকরফাইল ছবি সংগৃহীত
Published on

লতা মুঙ্গেশকর প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। গতকালই শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিলো। জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন প্রবাদপ্রতিম এই শিল্পী। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আইসিইউতে দেওয়া হয়। ওইসময় তাঁর কোভিড রিপোর্টও নেগেটিভ আসে।

গত জানুয়ারি মাসের ১১ তারিখে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নবতিপর কিংবদন্তীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। কিছুদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গতকাল হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে লতা মুঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ২৯ জানুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে সরানো হয় বলে জানা যায়। যদিও শনিবার চিকিৎসক প্রতীত সামদানি জানান, শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এক বিশেষজ্ঞ চিকিৎসক টিম তাঁকে পর্যবেক্ষণ করছেন।

লতা মুঙ্গেশকর
Lata Mangeshkar: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে লতা মুঙ্গেশকর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in