Lakshadweep: আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে FIR - প্রতিবাদে একাধিক BJP নেতার পদত্যাগ

লাক্ষাদ্বীপের চিত্র পরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলে FIR দায়েরের প্রতিবাদে দলের লাক্ষাদ্বীপ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মুল্লিপুঝা সহ প্রায় ১২জন বিজেপি নেতা পদত্যাগ করলেন।
আয়েশা সুলতানা
আয়েশা সুলতানাআয়েশা সুলতানার ফেসবুক পেজের সৌজন্যে
Published on

লাক্ষাদ্বীপের চিত্র পরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলে এফআইআর দায়েরের প্রতিবাদে দলের লাক্ষাদ্বীপ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মুল্লিপুঝা সহ প্রায় ১২জন বিজেপি নেতা পদত্যাগ করলেন। তাঁদের বক্তব্য অনুসারে, আয়েশা সুলতানার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ‘মিথ্যা এবং অনৈতিক’।

সম্প্রতি লাক্ষাদ্বীপের বিজেপি সভাপতি আব্দুল খাদের চিত্রপরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনেন। যে ঘটনার পরে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন লাক্ষাদ্বীপ বিজেপির সাধারণ সম্পাদক হামিদ মুল্লিপুঝা সহ বেশ কিছু বিজেপি নেতা।

দলের লাক্ষাদ্বীপ সভাপতিকে তাঁদের ইস্তফা পাঠিয়ে এক চিঠিতে তাঁরা লেখেন – যখন লাক্ষাদ্বীপের বিজেপি কর্মীরা মুখ্য প্রশাসক প্রফুল প্যাটেলের বিভিন্ন অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ করছেন তখন আপনি সুলতানার বিরুদ্ধে এক মিথ্যে এবং অনৈতিক অভিযোগ এনেছেন। যা তাঁর পরিবার এবং তাঁর ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। ওই চিঠিতে প্রফুল প্যাটেলের ভূমিকার সমালোচনা করে লেখা হয় – তিনি জনবিরোধী, অগণতান্ত্রিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এবং যার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে। আপনি জানেন যে এর বিরুদ্ধে বহু বিজেপি নেতাও মুখ খুলেছে। একইভাবে আয়েশা সুলতানাও সংবাদমাধ্যমে তাঁর প্রতিবাদ জানিয়েছেন।

আয়েশা সুলতানা
Lakshadweep: 'Bio-Weapon' মন্তব্যের জেরে চিত্র পরিচালকের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ - FIR দায়ের

এর আগে গত মে মাসের প্রথম দিকে মুখ্য প্রশাসকের ভূমিকার সমালোচনা করে লাক্ষাদ্বীপের প্রায় ৮ জন বিজেপি নেতা পদত্যাগ করেন। প্রসঙ্গত, প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ার পর লাক্ষাদ্বীপে একাধিক নিয়ম লাগু করেছেন প্রফুল্ল প‍্যাটেল। মুসলিম প্রধান দ্বীপে মদ‌ বিক্রির অনুমতি দিয়েছেন তিনি এবং গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করেছেন। দ্বীপের অধিবাসীদের জমির অধিকার কেড়ে নিয়েছেন। সমগ্র দ্বীপজুড়ে প্রশাসকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে প্রথম থেকেই সামনের সারিতে রয়েছেন আয়েশা সুলতানা।

সম্প্রতি এক টিভি বিতর্কে আয়েশা সুলতানা বলেন - "লাক্ষাদ্বীপে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রতিদিন ১০০ জন করে ব‍্যক্তি আক্রান্ত হচ্ছেন। আসলে কেন্দ্র এখানে একটি 'বায়ো-ওয়েপন' মোতায়েন করেছে। আমি খুব স্পষ্ট করে বলছি কেন্দ্র সরকার বায়ো ওয়েপন মোতায়েন করেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in