Kunal Kamra: মুনাব্বর ফারুকির পর বেঙ্গালুরুতে এবার বাতিল কমেডিয়ান কুণাল কামরার অনুষ্ঠান

বেঙ্গালুরুতে কমেডিয়ান মুনাব্বর ফারুকির শো বাতিলের পর এবার একই শহরে বাতিল হয়ে গেল কমেডিয়ান কুনাল কামরার শো। বুধবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন কমেডিয়ান নিজেই।
কমেডিয়ান কুণাল কামরা
কমেডিয়ান কুণাল কামরাফাইল ছবি সংগৃহীত
Published on

বেঙ্গালুরুতে কমেডিয়ান মুনাব্বর ফারুকির শো বাতিলের পর এবার একই শহরে বাতিল হয়ে গেল কমেডিয়ান কুনাল কামরার শো। বুধবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন কমেডিয়ান নিজেই। তিনি জানান, আয়োজকদের হুমকি দেবার কারণে তাঁর এই শো বাতিল হয়ে গেছে।

নিজের বিজেপি-এনডিএ বিরোধিতার কারণে সুপরিচিত কমেডিয়ান কুণাল কামরা। এর আগে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে তিনি ব্যাঙ্গাত্মক মন্তব্যে বিজেপির বিরুদ্ধে আক্রমণ হেনেছেন।

এদিনের ট্যুইটে বেঙ্গালুরুবাসীর উদ্দেশ্যে তিনি লেখেন, হ্যালো বেঙ্গালুরুর মানুষ, আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী দিন কুড়ির মধ্যে বেঙ্গালুরুতে আমার যে শো হবার কথা ছিলো তা বাতিল করা হয়েছে। দুটি কারণে আমার শো বাতিল করা হয়েছে।

প্রথম কারণ, আমরা অনুষ্ঠানস্থলে ৪৫ জনের বসার জন্য বিশেষ অনুমতি নিইনি। দ্বিতীয়ত, যদি আমি ওখানে শো করি তাহলে অনুষ্ঠানস্থল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি অনুমান করি এটা নিশ্চয়ই কোভিডের নতুন নিয়মবিধির কারণে। আমার মনে হয়, আমাকে দেখতেও এখন ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের মত লাগছে।

কামরা আরও বলেন যে, ফারুকীর পরে তার শোও বাতিল করা হয়েছে। যা প্রমাণ করে যে "শাসক শ্রেণী" অন্তত "সমতার সাথে জুলুম" করার চেষ্টা করছে।

"টুইটারে যারা ভাবছেন যে ‘একজন কামরা কীভাবে শো করতে যাচ্ছেন যখন একজন ফারুকিকে কমেডি ছেড়ে দিতে হয়েছে'। আমরা এই সত্যে সান্ত্বনা পেতে পারি যে শাসক শ্রেণী অন্তত সমতার সাথে নিপীড়নের চেষ্টা করছে।

এর সঙ্গেই কুনাল কামরা তাঁর ট্যুইটে লিখেছেন কীভাবে কোনো শো বাতিল করতে হবে। এর নীচে পাঁচটি পদ্ধতির উল্লেখ করে লিখেছেন এই পথ নেবার পরেও যদি শো বাতিল না হয় সেক্ষেত্রে আমি আপনাকে স্ট্যান্ড আপ কমেডিয়ানের তকমা দেব।

তাঁর দেখানো পাঁচটি ধাপে তিনি বলেছেন, প্রথমে পুলিশকে জানাতে হবে অনুষ্ঠানের জায়গায় হিংসা হতে পারে। এরপর অনুষ্ঠানস্থলের মালিককে জানাতে হবে অনুষ্ঠানের জায়গায় হিংসা ছড়াতে পারে। তৃতীয়ত, শিল্পীকে জানানো যে যদি তিনি অনুষ্ঠান করতে আসেন তাহলে হিংসার মুখে পড়বেন। এরপর যদি এই হুমকি সত্ত্বেও অনুষ্ঠান হয় তাহলে কী হতে পারে তা মনে করিয়ে দিতে হবে। এরপর মিমের মাধ্যমে শো বাতিলের আনন্দ উদযাপন করার জন্য প্রস্তুত থাকতে হবে।

কমেডিয়ান কুণাল কামরা
MP: 'টু ইন্ডিয়াস' - কমেডিয়ান বীর দাসের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in