'বামেরা উইকিপিডিয়া হাইজ্যাক করে আমার ব্যক্তিগত তথ্য বদলে দিয়েছে': কঙ্গনা রানাউত

অভিনেত্রীর অভিযোগ, তাঁর জন্মদিন, উচ্চতা সহ একাধিক ব্যক্তিগত বিষয়ে সম্পর্কে ভুল তথ্য দেওয়া আছে উইকিপিডিয়াতে। এবং এই সবকিছুর জন্য দায়ী বামপন্থীরা।
কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াতফাইল ছবি সংগৃহীত

উইকিপিডিয়ায় তাঁর সম্পর্কে থাকা অধিকাংশ তথ্যই ভুল। এবং এই সবকিছুর জন্য দায়ী বামপন্থীরা। কারণ বামপন্থীরা উইকিপিডিয়া হাইজ্যাক করে তাঁর ব্যক্তিগত তথ্য বদলে দিয়েছে। এবার বামেদের নিশানা করে সরব হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত

বিতর্কিত মন্তব্য করার জেরে প্রায়দিনই শিরোনামে থাকেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাউত। বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্যের জেরেই দীর্ঘ দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার থেকে বহিষ্কৃত ছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও বদলাননি গেরুয়াপন্থী এই অভিনেত্রী। লাগাতার বিতর্কিত মন্তব্য করে গেছেন। এবার উইকিপিডিয়ার তথ্য বিভ্রান্তি নিয়ে বামেদের বিরুদ্ধে সরব হলেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, তাঁর জন্মদিন, উচ্চতা সহ একাধিক ব্যক্তিগত বিষয়ে সম্পর্কে ভুল তথ্য দেওয়া আছে উইকিপিডিয়াতে। তিনি তাঁর অনুরাগীদের উইকিপিডিয়া দেখতেও নিষেধ করেছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, "বামপন্থীরা উইকিপিডিয়া পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে। আমার জন্মদিন, উচ্চতা, ব্যাকগ্রাউন্ড সহ আমার সম্পর্কে বেশিরভাগ তথ্যই ভুল দেওয়া রয়েছে। একাধিকবার তথ্য সংশোধন করেছি, কিন্ত আবার তা বিকৃত হয়ে যায়। অনেক রেডিও চ্যানেল, ফ্যান ক্লাব, শুভাকাঙ্খীরা আমায় ২০ মার্চ জন্মদিন ভেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছে। আমি অবশ্য এতে কিছু মনে করি না। কিন্তু অনেকেই তো বিভ্রান্ত হন। কারণ উইকিপিডিয়ায় আমার জন্মদিন ২০ মার্চ দেখায়। আর আমি জন্মদিন পালন করি ২৩ মার্চ।"

এরপরই অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, "দয়া করে উইকিপিডিয়া দেখবেন না। এখানে সব তথ্য ভুল এবং বিভ্রান্তিকর। ধন্যবাদ।" নিজের বার্তার শেষে নমস্কারের একটি ইমোজিও জুড়েছেন তিনি।

আগামী ২৩ মার্চ ছত্রিশ বছরের জন্মদিন পালন করবেন কঙ্গনা। তাঁকে শেষ 'ধাকড়' সিনেমাতে দেখা গিয়েছিল। যদিও বক্সঅফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। ২.৫৮ কোটি টাকা আয় করেছিল মাত্র। আগামী দিনে 'তেজস' এবং 'চন্দ্রমুখী ২' সিনেমাতে দেখা যাবে তাঁকে।

কঙ্গনা রানাওয়াত
বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই: কঙ্গনা রানাউত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in