Kajol: হিন্দি ভাষায় কথা বলতে অস্বীকার কাজলের! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

People's Reporter: ৫ আগস্ট মা তনুজার সঙ্গে মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ গিয়েছিলেন কাজল। পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মারাঠি ও ইংরেজি ভাষায় কথা বলেন।
কাজল
কাজলছবি - সংগৃহীত
Published on

এবার বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁর বিরুদ্ধে হিন্দি ভাষায় কথা বলতে অস্বীকার করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ঘটনাটি ঘটেছে ৫ আগস্ট, অভিনেত্রীর জন্মদিনের দিন। সেদিন মা তনুজার সঙ্গে মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ গিয়েছিলেন কাজল। মুম্বইতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ কাপুর পুরস্কারে সম্মানিত হন কাজল। পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মারাঠি ও ইংরেজি ভাষায় কথা বলেন তিনি। যার বেশ কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

ভিডিওতে দেখা যাচ্ছে, এই ঘটনাকে তিনি ‘কোনো বড় ব্যাপার নয়’ বলে মনে করছেন। এরপরেই একজন সাংবাদিক কাজলকে হিন্দিতে বক্তব্য পুনরাবৃত্তি করার অনুরোধ করেন। কাজল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তাঁকে রাগান্বিত ভাবে বলতে শোনা যায়, "এখন আমি হিন্দিতেও বলব! যাঁদের বোঝার, তাঁরা ঠিক আমার কথা বুঝে যাবে"।

এই ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীর সমালোচনা শুরু হয়। নেটাগরিকদের একাংশ তাঁর এই ভিডিয়ো দেখে চটেছেন। কেউ বলছেন, "তাহলে আপনি হিন্দিতে সিনেমা বানান কেন?" আবার কেউ বলছেন, "হিন্দি সিনেমা করা বন্ধ করুন! আপনি মারাঠি ভাষায় ছবি বানান"।

আর একজন লিখেছেন, “হিন্দি বলতে এতই লজ্জা যখন, বলিউডে আর কাজ করতে হবে না। নিজের দ্বিচারিতা বন্ধ করুন। হিন্দি ভাষার জন্য আজ তিনি কোথায়, সেটা ভুলে গিয়েছেন"। তবে কয়েকজন মারাঠি অনুরাগী কাজলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

কাজল
The Kerala Story: দ্য কেরালা স্টোরি-কে জাতীয় পুরস্কার - প্রতিবাদে পিনারাই বিজয়ন, FTII ছাত্র সংগঠন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in