Kabir Suman: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন!

People's Reporter: কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বছর ৭৩-র কবীর সুমনকে। দুপুর ৩টে নাগাদ বুকে সংক্রমণ নিয়ে সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন।
কবীর সুমন
কবীর সুমনছবি সংগৃহীত
Published on

গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হলো সঙ্গীতশিল্পী কবীর সুমনকে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে 'গানওয়ালা'র। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ৭৩ বছর বয়সী কবীর সুমনকে। দুপুর ৩টে নাগাদ বুকে সংক্রমণ নিয়ে তিনি সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন। চিকিৎসক সূত্রে খবর, শিল্পীর বুকে সংক্রমণের পাশাপাশি হৃদযন্ত্রে সমস্যা আছে। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁকে রাখা হয়েছে সিসিইউতে। তাঁকে অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছে।

সিসিইউ স্পেশালিস্ট সোমনাথ দে-র অধীনে চিকিৎসা হচ্ছে কবীর সুমনের। এছাড়া সোমনাথ দে সহ মোট চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। যার মধ্যে আছেন পালমনোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং জেনারেল মেডিসিনের চিকিৎসক।

এর আগে করোনার সময় শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালের ভর্তি হয়েছিলেন সুমন। সেই সময় ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। সেবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে তাঁকে ভর্তি করা হয়।

কবীর সুমন
Suvendu Adhikari: 'রাহুল গান্ধী একটা...', কংগ্রেস সাংসদকে কুরুচিকর ভাষায় আক্রমণে শুভেন্দু অধিকারী!
কবীর সুমন
Rajya Sabha Election: রাজ্যসভার ৫৬ আসনে ভোট ২৭ ফেব্রুয়ারি - কোন রাজ্যে কত আসনে ভোট?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in