

আরিয়ান খান শাহরুখের ছেলে। আর সেই কারণেই তাঁকে জেলে থাকতে হচ্ছে। এভাবেই ক্ষোভপ্রকাশ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। টুইটে বেশ কয়েকটি প্রশ্ন তুলে মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ লেখেন, 'তাঁর অপরাধ কি? তাঁর সঙ্গে থাকা কারোর সঙ্গে ৫ গ্রাম মাদক ছিল! মুন্দ্রা বন্দরে আটক কয়েক হাজার টন হেরোইনের কী হল? কুলদীপ সিং কে? এনসিবি এবং এখন এনআইএ এই মামলার তদন্ত করছে। দয়া করে আমাদের এর বিষয়ে বলবেন?'
যদিও, কংগ্রেস নেতাকে পাল্টা তোপ দেগেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, আরিয়ানকে বাঁচানোর জন্য মাঠে নেমেছেন দিগ্বিজয়। বিজেপি টুইট করেছে, 'বিষয়টি এখন বিচারাধীন। তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত করছে। কিন্তু তিনি (দিগ্বিজয় সিং) তাঁর রায় দিয়ে দিয়েছেন! আর কতদিন তুষ্টিকরণের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করতে থাকবেন?'
প্রসঙ্গত, এর আগেও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউড তারকা আরিয়ানের সমর্থনে মুখ খুলেছেন। গত ৩ অক্টোবর মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজে রেভ পার্টি চলাকালীন এনসিবি তল্লাশি চালায়। সেখানে মাদক নেওয়ার অভিযোগে আরিয়ান খান-সহ ১১ জনকে আটক করে এনসিবি। তাঁদের সকলের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ ছিল। কিন্তু আরিয়ানের কাছ থেকে মাদক মেলেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন