‘হোমবাউন্ড’ ছবির পোস্টার
‘হোমবাউন্ড’ ছবির পোস্টারছবি সংগৃহীত

Oscar 2026: অস্কারের দৌড়ে আরও একধাপ! শর্টলিস্টেড ঈশান খট্টর অভিনীত ‘হোমবাউন্ড’

People's Reporter: নিখাদ বন্ধুত্বের গল্প বলে ‘হোমবাউন্ড’। শোয়েব এবং চন্দন নামের দুই বন্ধু পুলিশ অফিসার হতে চায়। তবে, সিস্টেম বা সামাজিক কাঠামো তাঁদের সেই স্বপ্নপূরণের পথে পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে।
Published on

৯৮তম অস্কারের দৌড়ে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে শর্টলিস্টেড হল নীরজ ঘাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ ছবিটি। ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত করণ জোহর এবং নীরজ ঘাইওয়ান সোশ্যাল মিডিয়ায় তাদের আনন্দ প্রকাশ করেছেন।

মঙ্গলবার ১২টি বিভাগের জন্য শর্টলিস্টেড ঘোষণা করেছে একাডেমি। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ১৫টি ছবিকে বাছা হয়েছে। এর মধ্যে ৫টি ছবি চূড়ান্ত মনোনয়ন পাবে, যা ২২ জানুয়ারি ঘোষণা করা হবে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে করণ জোহর লেখেন, “৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য 'হোমবাউন্ড' ছবিটি শর্টলিস্টেড হয়েছে। আমরা সারা বিশ্ব থেকে যে অসাধারণ ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।"

ইন্সটাগ্রামে তিনি আরও লেখেন, “#HOMEBOUND-এর এই যাত্রায় আমি কতটা গর্বিত, উল্লসিত এবং আনন্দে আত্মহারা, তা ভাষায় প্রকাশ করতে পারব না।…… কান থেকে শুরু করে অস্কারে শর্টলিস্টেড হওয়া পর্যন্ত আমাদের এতগুলো স্বপ্ন সত্যি করার জন্য নীরজ ঘাইওয়ানকে ধন্যবাদ! এটি একটি অসাধারণ যাত্রা ছিল! এই বিশেষ ছবির পুরো কাস্ট, ক্রু এবং টিমকে অনেক ভালোবাসা।“

চলতি বছরের ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘হোমবাউন্ড’। নিখাদ বন্ধুত্বের গল্প বলে ছবিটি। শোয়েব (ঈশান খট্টর) এবং চন্দন (বিশাল জেঠওয়া) নামের দুই বাল্যবন্ধুকে ঘিরে এগিয়েছে ছবির কাহিনী। পুলিশ অফিসার হতে চায় দুই বন্ধু। তবে, সিস্টেম বা সামাজিক কাঠামো তাঁদের সেই স্বপ্নপূরণের পথে পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতিগত ও অর্থনৈতিক সমস্যার কারণে ভারতীয় যুবকদের যে সমস্যার মুখোমুখি হতে হয়, তা তুলে ধরা হয়েছে ছবিতে।   

এর আগে টরন্টো চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এই ছবি। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ছবিটি।

‘হোমবাউন্ড’ ছবির পোস্টার
Dhurandhar: প্রথমে দ্বিমত, পরে প্রশংসা! 'ধুরন্ধর' নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই দু'রকম পোস্ট হৃত্বিকের
‘হোমবাউন্ড’ ছবির পোস্টার
Miss Universe 2025: মিস ইউনিভার্স ২০২৫ খেতাব জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in