Bihar: বিহারের ভোটে আরজেডি-র হয়ে প্রচার করছেন মনোজ বাজপেয়ী! ভিডিও প্রকাশ্যে আসতেই কী বললেন অভিনেতা?

People's Reporter: মনোজ বাজপেয়ী জানিয়েছেন, ওই ভিডিও সম্পূর্ণ বিকৃত এবং অনৈতিকভাবে তৈরি। সেটি আসলে একটি ওটিটি প্ল্যাটফর্মের পুরনো বিজ্ঞাপন। যা রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে বিকৃত করে ব্যবহার করা হচ্ছে।
মনোজ বাজপেয়ী
মনোজ বাজপেয়ীছবি সংগৃহীত
Published on

আসন্ন বিহার নির্বাচন। তার আগে বিতর্ক শুরু হয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর একটি ভিডিও নিয়ে। যেখানে জাতীয় পুরস্কার প্রাপক অভিনেতাকে আরজেডি-র হয়ে ভোটের প্রচার করতে দেখা যাচ্ছে। এমনকি সেই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেন তেজস্বী যাদব। যদিও পরে সেটা মুছে ফেলা হয়। এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন অভিনেতা।

মনোজ বাজপেয়ী জানিয়েছেন, ওই ভিডিও সম্পূর্ণ বিকৃত এবং অনৈতিকভাবে তৈরি। তিনি জানিয়েছেন, সেটি আসলে একটি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর পুরনো বিজ্ঞাপন। যা রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে বিকৃত করে ব্যবহার করা হচ্ছে।

একটি দীর্ঘ পোস্টে মনোজ বাজপেয়ী লিখেছেন, “আমি জনসমক্ষে বলতে চাই, কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও রকম যোগ নেই। যে ভিডিয়ো ছড়িয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো। আমি ওটিটি মঞ্চের জন্য একটি বিজ্ঞাপন করেছিলাম। সেটি বিকৃত করে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। আমি সকলের কাছে অনুরোধ করছি, এমন বিকৃত করা ভিডিয়ো দয়া করে ছড়াবেন না। এমন ধরনের ভিডিয়োকে গুরুত্বও দেবেন না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ভিডিয়ো।”

তেজস্বী যাদবের পোস্টের পরই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, এটি আরজেডি আইটি সেলের তৈরি প্রচার সামগ্রী। কিন্তু মনোজের এই দীর্ঘ পোস্টের কিছুক্ষণের মধ্যেই তেজস্বীর সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয় পোস্টটি।

এর আগে, ২০২২ সালে লালুপ্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মনোজ বাজপেয়ী। তখন লালুপ্রসাদের কিডনি প্রতিস্থাপন হয়েছিল। জানা গিয়েছিল, সেই সময় অভিনেতা কেবলমাত্র লালু প্রসাদের স্বাস্থ্যের খোঁজখবর নিতেই এসেছিলেন। কিন্তু সেই সাক্ষাৎ ঘিরেও রাজনৈতিক জল্পনা তৈরি হয়।

তখন বাজপেয়ী জানিয়েছিলেন, “আমি রাজনীতিতে কখনওই আসব না। এই নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”

তারকা মনোজ বাজপেয়ীর জন্ম বিহারের পশ্চিম চম্পারণে। বড় হওয়া সেখানেই। তবে ১৭ বছর বয়সে বিহার থেকে দিল্লি চলে আসেন তিনি।

উল্লেখ্য, আগামী ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় বিহারে নির্বাচন। গণনা ১৪ নভেম্বর।

মনোজ বাজপেয়ী
Bihar Polls: প্রথম পর্বের মনোনয়ন শেষে বহু আসনে মহাজোটের একাধিক প্রার্থী, প্রশ্ন আসন সমঝোতা নিয়েই

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in