Kangana Ranaut: 'ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি!' - কঙ্গনার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

People's Reporter: এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কঙ্গনা রানাউত বলেন, ‘‘আমি একটা কথা আজ পরিষ্কার করে বলতে চাই, যখন আমরা স্বাধীনতা পাই তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস।"
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতফাইল ছবি সংগৃহীত

ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা রানাউত। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি বলছেন নেতাজী সভাষ চন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তারপরই কঙ্গনাকে নিয়ে হাসি-নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে। যদিও জানা গেছে এই ভিডিওটি ১০ বছরের পুরনো। (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।)

২০১৪ জনপ্রিয় এক সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে যান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানেই তিনি বলেন, ‘‘আমি একটা কথা আজ পরিষ্কার করে বলতে চাই, যখন আমরা স্বাধীনতা পাই তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস।" কঙ্গনার কথা শুনে সঞ্চালিকা বলেন, "ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।"

তারপরই কঙ্গনা বলেন, "হ্যাঁ তিনি ছিলেন না ঠিকই। কিন্তু তিনি কোথায় গেলেন? কীভাবে তাঁকে নিখোঁজ করে দেওয়া হলো?" কঙ্গনার মন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ লেখেন, "১৯৪৫ সালে সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল। আর ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। তাহলে সুভাষচন্দ্র বসু কীভাবে প্রথম প্রধান মন্ত্রী হলেন?" অন্য একজন লেখেন, "কঙ্গনাই বলেছিলেন ২০১৪ সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। আবার এখন বলছেন সুভাষচন্দ্র বসু প্রথম প্রধানমন্ত্রী। সর্দার বল্লভ ভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করা হয়নি কারণ তিনি ইংরাজী জানতেন না। আগামী ৫ বছরে আরও এমন মজার মজার জোকস বলবেন উনি।"

এক্স হ্যান্ডেলে আরও একজন কটাক্ষ করে লেখেন, "আমি কঙ্গনার মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা জানি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।"

উল্লেখ্য, এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন কঙ্গনা। হিমাচলের মান্ডি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

কঙ্গনা রানাউত
Kangana Ranaut: নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা, ফের শিরোনামে কঙ্গনা
কঙ্গনা রানাউত
দূরদর্শন RSS-এর প্রচারের হাতিয়ার হতে পারে না - ‘দ্য কেরালা স্টোরি’ দেখানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজয়ন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in