
'সর্দারজি ৩' -এর বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝে। পহেলগাঁও হামলার পরেও এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে কটাক্ষ করেছেন তিনি।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক কনসার্টে দিলজিৎ বলেন, "'সর্দারজি ৩' ছবিটি ফেব্রুয়ারিতে শুটিং করা হয়েছিল। এরপর পহেলগাঁও হামলার মতো দুঃখজনক ঘটনা ঘটে। আমরা সবসময় প্রার্থনা করেছি যে হামলাকারীরা সর্বোচ্চ শাস্তি পায় যেন। ছবিটি হামলার আগে শুটিং হয়েছে, তা মুক্তির সময় এতো বিতর্ক হল। অথচ হামলার পর ভারত-পাক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।"
তিনি ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচের কথা উল্লেখ করেছেন। ম্যাচটি সাত উইকেটে জিতেছে ভারত। দিলজিৎ বলেন, "আমার জবাব দেওয়ার মতো অনেক উত্তর আছে, কিন্তু আমি চুপ থাকাই বেছে নিয়েছি। যা বলা যেতে পারত, আমি বলিনি। জীবনে শিখেছি, অন্যের কথা শুনে নিজের হৃদয়ে বিষ গ্রহণ করা উচিত নয়। তাই চুপ থাকাই শ্রেয় মনে করেছি।"
মিডিয়ার ভূমিকা প্রসঙ্গেও তিনি সরাসরি মন্তব্য করেন। দিলজিৎ বলেন, "জাতীয় মিডিয়া আমাকে দেশবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু পাঞ্জাবি এবং শিখ সম্প্রদায় কখনো দেশের বিরুদ্ধে যাবে না।"
কনসার্টে দিলজিৎ জোর দিয়ে বলেন, বিতর্ককে অতিরঞ্জিত করা হয়েছে এবং মিডিয়া বিষয়টিকে ভুলভাবে উপস্থাপনা করেছেন।
উল্লেখ্য, গত ২২ জুন দিলজিৎ দোসাঞ্ঝে এবং পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনীত 'সর্দারজি ৩'-র ট্রেলার মুক্তির পরই শুরু হয় বিতর্ক। তার আগে ২২ এপ্রিল ঘটে গিয়েছে পহেলগাঁও হামলা। এই পরিস্থিতিতে পাকিস্তানি অভিনেত্রীর সাথে ছবি করায় ভারতীয়দের রোষের মুখে পড়েন দিলজিৎ। তাঁকে বয়কটের ডাক দেন ভারতের চলচ্চিত্র সংস্থাগুলি। প্রবল বিতর্কের মাঝে ভারতে মুক্তি পায়নি ছবিটি। ২৭ জুন পাকিস্তান সহ আন্তর্জাতিক স্তরে মুক্তি পায় ছবিটি।
দিলজিৎ পূর্বে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "ছবিটি তৈরির সময় ভারত-পাকিস্তান সম্পর্ক ঠিক ছিল। শুটিং ফেব্রুয়ারিতে হয়েছে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মতো কিছু ঘটেনি। বর্তমান পরিস্থিতিতে প্রযোজকরা ছবিটি বিদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি সমর্থন করি।"
হানিয়া আমিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "উনি খুবই পেশাদারী। আমি তাঁর কাজকে সম্মান করি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন