Kangana Ranaut: জাভেদ আখতারের করা মানহানির মামলায় কঙ্গনা রানাউতকে তীব্র ভর্ৎসনা আদালতের

গত মাসে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলা অন‍্যত্র সরানোর জন্য অতিরিক্ত আদালতে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা ‌রানাউত। আদালত পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তিনি।
জাভেদ আখতার এবং কঙ্গনা রানাউত
জাভেদ আখতার এবং কঙ্গনা রানাউতফাইল ছবি সংগৃহীত
Published on

কঙ্গনা রানাউতের বিরুদ্ধে জাভেদ আখতারের দায়ের করা মানহানি মামলায় অভিনেত্রীকে তীব্র ভর্ৎসনা করলেন মুম্বাইয়ের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই মামলার বিচারকারী আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ন‍্যায়বিচারের দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করেছেন এবং আবেদনকারীর বিরুদ্ধে কোনো পক্ষপাত দেখানো হয়নি বলে জানিয়েছে অতিরিক্ত ম‍্যাজিস্ট্রেট আদালত।

গত মাসে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলা অন‍্যত্র সরানোর জন্য অতিরিক্ত আদালতে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা ‌রানাউত। আবেদনে তিনি জানিয়েছিলেন, আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ওপর "বিশ্বাস হারিয়ে ফেলেছেন" তিনি। জামিনযোগ্য অপরাধে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারির "হুমকি" দিয়েছে আদালত। আদালতকে পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেন তিনি।

২১ অক্টোবর কঙ্গনার আবেদন খারিজ করে দেয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কিন্তু বিস্তারিতভাবে আদেশ জারি করা হয়েছে আজ।

বিচারপতি এস টি দাঁড়ে তাঁর আদেশে পরিষ্কার জানিয়ে দেন, আইনের পদ্ধতি অনুসরণ করে মামলা পরিচালনা করার অর্থ এই নয় যে পক্ষপাতমূলক আচরণ করছে আদালত। তিনি বলেন, "আমি আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বারা জারি করা সমস্ত আদেশ পর্যবেক্ষণ করেছি। বিচারক ন‍্যায়ের সাথেই আদেশগুলি দিয়েছেন।"

তিনি আরও বলেছেন, আন্ধেরি আদালতের দেওয়া আদেশে দায়রা আদালতও সম্মতি দিয়েছে। এছাড়াও, আবেদনকারী ( কঙ্গনা রানাউত) তাঁর বিরুদ্ধে শুরু হওয়া ফৌজদারি মানহানির মামলা বাতিল করার জন্য হাইকোর্টে যে আবেদন করেছিলেন, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এতে আরও প্রমাণিত হয় আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ন‍্যায়ের সাথে কাজ করেছেন এবং আবেদনকারীর বিরুদ্ধে তিনি পক্ষপাতদুষ্ট নন।

তিনি জানিয়ে দিয়েছেন, কেবল আশঙ্কার ভিত্তিতে এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করা যাবে না। মামলা স্থানান্তরের জন্য আবেদনকারী কোনো উল্লেখযোগ্য, ইতিবাচক দিক দেখাতে ব‍্যর্থ হয়েছেন। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলাটি স্থানান্তর করা হলে তা প্রিজাইডিং অফিসারের মনোবলকে প্রভাবিত করবে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। তাঁর অভিযোগ, একটা জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত।

জাভেদ আখতার এবং কঙ্গনা রানাউত
Kangana Ranaut: দেশ গঠনের কথা বলতে গিয়ে বহু চুক্তি হাতছাড়া হয়েছে - সাক্ষাৎকারে অকপট কঙ্গনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in