Fighter: বায়ুসেনা কর্তার অভিযোগ, আইনি জটিলতায় জড়াল হৃতিক-দীপিকার 'ফাইটার'

People's Reporter: পুলওয়ামা হামলা এবং ভারতের বিমান হামলার পটভূমিতে ফাইটার তৈরি হয়েছে। যেখানে হৃত্বিক স্কোয়াড্রন লিডার শামসের পথানিয়ার ভূমিকায় অভিনয় করেছেন এবং দীপিকা মিনি রাঠোরের ভূমিকায়।
ফাইটার
ফাইটারছবি - সংগৃহীত

আইনী জটিলতায় জড়াল 'ফাইটার'। বায়ুসেনার পোশাকে হৃত্বিক-দীপিকার চুম্বনের জেরে ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। জানা গেছে, অভিযোগ জানিয়েছিলেন আসামের এক বায়ুসেনা কর্তা।

পুলওয়ামা হামলা এবং ভারতের বিমান হামলার পটভূমিতে ফাইটার তৈরি হয়েছে। যেখানে হৃত্বিক স্কোয়াড্রন লিডার শামসের পথানিয়ার ভূমিকায় অভিনয় করেছেন এবং দীপিকা মিনি রাঠোরের ভূমিকায়। এই ছবিতে তাঁদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি উঠে এসেছে পেশাগত জীবনের কাহিনী। ছবিতে ২০১৯ সালের পুলমাওয়ায় জঙ্গি হামলা এবং পাকিস্তানের বালাকোটে ভারতীয় সেনার অভিযানের প্রেক্ষাপটও রয়েছে। পাশাপাশি বিগত কয়েক বছরে ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সংঘর্ষেরও ছবিতে রয়েছে।

এই ছবিতে হৃত্বিক ও দীপিকার বায়ুসেনার পোশাকে একটি চুম্বনের দৃশ্য আছে। আর সেটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রতিবেদন অনুযায়ী, এতে নাকি ভারতীয় বায়ুসেনার গৌরব ক্ষুন্ন হয়েছে। বায়ুসেনার পোশাক পরে চুম্বন করা, পোশাককে ছোটো করা বলেই অভিযোগকারীর পক্ষ থেকে জানানো হয়েছে। আর সে কারণেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের প্রক্বালে মুক্তি পায় হৃত্বিকের ফাইটার। কিন্তু এখনও পর্যন্ত সারা বিশ্বের বক্স অফিসে ছবিটি ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে, যা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। এই প্রসঙ্গে সম্প্রতি ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের মন্তব্য ঘিরে হাসাহাসি শুরু হয়েছে। সিদ্ধার্থের মতে, দেশের একটা বড় অংশের দর্শক বিমানে সফর করেন না। তাই ছবির বিষয়বস্তুর সঙ্গে সাধারণ দর্শক একাত্ন হতে পারেননি।

ফাইটার
Nitin Gadkari: রাজনীতিতে যোগ্য লোকের সম্মান নেই! গড়কড়ির মন্তব্যে অস্বস্তিতে BJP

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in