'আজমের শরিফেও যাই, আবার মহাকাল মন্দিরেও যাই', সমালোচকদের কড়া জবাব সারা আলি খানের

সারা বলেন, 'আমি কোথায় যাব কী করবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বিশ্বাস একান্তই আমার। আমি আজমের শরিফেও যাই, একই ভক্তি নিয়ে আবার মহাকাল মন্দিরেও যাই।'
সারা আলি খান
সারা আলি খানছবি সংগৃহীত

মহাকাল মন্দিরে পুজো দিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ট্রোলারদের উদ্দেশ্যে কড়া জবাবও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, তাঁর বিশ্বাস একান্তই তাঁর। কে কী বললো তাতে তাঁর কিছু যায় আসে না।

ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত সিনেমা 'যারা হাটকে যারা বাচকে' (Zara Hatke Zara Bachke) মুক্তি পেতে চলেছে ২ জুন, শুক্রবার। ছবির প্রচারে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন দু'জনে। তেমনই উজ্জয়ীনিতে মহাকাল মন্দিরেও যান তাঁরা। সেখানে পুজো দিতেও দেখা যায় সারা আলি খানকে। মন্দিরের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই ট্রোলের শিকার হন অভিনেত্রী। তাঁর কমেন্ট বক্সে ধর্ম নিয়ে তীব্র আক্রমণ শুর করেন নেটিজেনদের একাংশ।

অনেকেই প্রশ্ন তোলেন মুসলিম সম্প্রদায়ের হয়েও কীভাবে মহাকাল মন্দিরে প্রবেশ করতে পারেন সারা। অনেকে অভিনেত্রীর পুজো দেওয়া অনুচিত বলেও লেখেন। আবার কেউ লেখেন ছবির প্রচারের জন্য এই ধরণের কাজ করেছেন। এবার সমালোচকদের কড়া জবাব দিলেন সারা আলি খান।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় তিনি বলেন, 'আমি কোথায় যাবো, কী করব্‌ সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মানুষের জন্যই কাজ করি। তাঁরা যখন আমার উদ্দেশ্যে কটূ কথা বলেন আমার খুব খারাপ লাগে। তাঁরা এটা বুঝতে চাইছেন না যে আমার বিশ্বাস একান্তই আমার। আমি আজমের শরিফেও যাই, একই ভক্তি নিয়ে আবার মহাকাল মন্দিরেও যাই'।

তিনি আরও বলেন, মানুষদের যা ইচ্ছা হয় বলুক। আমার তাতে কোনো সমস্যা নেই। আমি এই কাজ আবার করবো। আপনাকে একটা স্থানের শক্তিকে পছন্দ করতে হবে। আমি সেই শক্তিতে বিশ্বাসী।

সারা আলি খান
‘প্রধানমন্ত্রী ধর্মীয় স্লোগানে ভোট চাইলেও নির্বাচন কমিশন চুপ’ - নাসিরুদ্দিন শাহ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in