
২০১৯-এর লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে বিজেপি যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ২০২৫ সালের একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে ফিরে এলেন তিনি। 'ঘর ওয়াপসি'-র পর বললেন, "মনে হচ্ছে যেন স্বর্গে আছি। কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি"।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জন মিত্রের মতো টলিউডের একঝাঁক তারকা দিল্লিতে উড়ে যান। যেখানে গিয়ে বিজেপিতে যোগ দেন তাঁরা। সেই বছরই অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর হুমকি পাচ্ছেন তৃণমূলের তরফ থেকে। এমনকি লবিবাজির চক্করে পড়ে কাজ পাচ্ছেন না বলেও অভিযোগ ছিল তাঁর। যদিও পরে বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ান অভিনেত্রী। জানিয়েছিলেন, বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব হয়নি।
যদিও গত ডিসেম্বরেই ইঙ্গিত মিলেছিল অভিনেত্রী তৃণমূলে ফিরবেন। জানিয়েছিলেন, তাঁদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল। এতে সায় ছিল না অভিনেত্রীর। তিনি তাই আর বিজেপিতে থাকতে পারছেন না। অবশেষে সোমবার একুশের মঞ্চে তৃণমূলে যোগ দিলেন রূপাঞ্জনা।
এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, "মনে হচ্ছে স্বর্গে রয়েছি। বছর পাঁচেক রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম। প্রত্যাবর্তনে মনে হচ্ছে কত দিন বাদে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি"। তিনি আরও জানিয়েছেন, কিছু সমস্যা ছিল সেটা মিটে গেছে।
এদিন একুশের সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ টলিউডের এক ঝাঁক শিল্পী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন