Kangana Ranaut: বিদ্যুতের বিল মেটাচ্ছেন না কঙ্গনা! রশিদ প্রকাশ্যে এনে অভিযোগ ইলেট্রিকসিটি বোর্ডের

People's Reporter: সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে হিমাচলের কংগ্রেস সরকারকে তোপ দাগতে গিয়ে কঙ্গনা অভিযোগ তুলেছিলেন, তাঁর ফাঁকা বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ১ লক্ষ টাকা।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতফাইল ছবি সংগৃহীত
Published on

বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে বিদ্যুৎ বিল না মেটানোর অভিযোগ উঠল। হিমাচল প্রদেশের ইলেকট্রিসিটি বোর্ডের পক্ষ থেকে কঙ্গনার বাড়ির গত তিন মাসের বিদ্যুতের বিলের রশিদ প্রকাশ্যে এনে এই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে।

সাংসদ-অভিনেত্রীর জন্মভূমি হিমাচলে। কর্মসূত্রে তিনি মুম্বাইতে থাকলেও মানালিতে বাড়ি রয়েছে তাঁর। সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে হিমাচলের কংগ্রেস সরকারকে তোপ দাগতে গিয়ে কঙ্গনা অভিযোগ তুলেছিলেন, তাঁর ফাঁকা বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ১ লক্ষ টাকা।

কঙ্গনার অভিযোগ, “এই মাসে আমার মানালির বাড়িতে ১ লক্ষ টাকা ইলেকট্রিক বিল এসেছে। যেখানে আমি থাকিও না। কতটা দুর্দশা দেখুন। আমি এগুলো পড়ি আর লজ্জা পাই এটা ভেবে যে কী চলছে হিমাচলে। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের থেকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই”।

এই অভিযোগের পাল্টা তোপ দেগেছে হিমাচল প্রদেশের ইলেকট্রিসিটি বোর্ড। কঙ্গনার বাড়ির তিন মাসে বিলের রশিদ প্রকাশ্যে এনে বোর্ডের সভাপতি সন্দীপ কুমারের পাল্টা অভিযোগ, “জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিল পরিশোধ না করায় ৯০ হাজার টাকার বিল পাঠানো হয়েছে ম্যাডামকে। নির্ধারিত সময়ের মধ্যে বিল দিতে না পারায় ফাইন হিসেবে অতিরিক্ত ৩২,২৮৭ হাজার টাকা যুক্ত হয়েছে বিলের সাথে। দু'মাসের বকেয়া টাকা-সহ অতিরিক্ত ফাইনের পুরো অঙ্ক যোগ করলে সেটা ৯০ হাজারের খানিক বেশি দাঁড়ায়। ১ লক্ষ টাকা নয়। তাছাড়া, কঙ্গনা যদি সময়মতো বিদ্যুতের বিল মিটিয়ে দিতেন, তাহলে তাঁর কাছে ৫৫,০০০ টাকার বিলই যেত”।

বোর্ডের আরও দাবি, “৯৪.৮২ কিলোওয়াটের বিদ্যুৎ সরবরাহ করা হয় ওই বাড়িতে, যা সাধারণ গৃহস্থালি কানেকশনের তুলনায় প্রায় ১,৫০০ শতাংশ বেশি। তাছাড়া অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিল সময়মতো পরিশোধ করেননি তিনি।"

সেই প্রেক্ষিতেই এবার প্রশ্ন উঠেছে, ফাঁকা বাড়িতে এত কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ কেন প্রয়োজন?

কঙ্গনা রানাউত
Nitish Kumar: বিহার বিধানসভা ভোটের পরেই নীতিশ কুমারের সম্মানজনক বিদায়? বিজেপি নেতার মন্তব্যে জল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in