ফের বিপাকে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা! ৬০ কোটি আত্মসাতের অভিযোগে FIR দায়ের তারকা দম্পতির বিরুদ্ধে

People's Reporter: উল্লেখ্য, ২০২১ সালে অশ্লীল ভিডিও বানিয়ে তা বিক্রি করার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে।
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিছবি - সংগৃহীত
Published on

ফের বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। এবার তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। তাঁর দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড' -এ তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু ওই পুরো টাকাটাই ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ করেছেন বলি অভিনেত্রী ও তাঁর স্বামী বলে অভিযোগ।

তারকা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তাঁর অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ওই সংস্থায় তিনি ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭.৬ শতাংশ শেয়ার শিল্পা ও রাজের নামে ছিল। দীপক জানিয়েছেন, রাজেশ আরেজ নামে এক ব্যক্তি তাঁকে তারকা দম্পতির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

কোঠারি আরও জানিয়েছেন, তাঁর কাছে মোট ৭৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছিল। ১২ শতাংশ হারে সুদ পাওয়ার কথা ছিল তাঁর। ঠিক হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁকে। সেই মতো ২০১৫ সালে ৩১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। এরপর ওই বছর সেপ্টেম্বর মাসে ফের কিছু টাকা বিনিয়োগ করেন তিনি। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে আরও ২৮.৫৪ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। সব মিলিয়ে ৬০.৪৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ টাকা খরচ হয়।

দীপকের দাবি, ব্যক্তিগতভাবে তাঁকে টাকা ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন শিল্পা। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বর মাসেই সংস্থার ডিরেক্টর পর থেকে ইস্তফা দেন শিল্পা। দীপক জানিয়েছেন, মধ্যস্থতাকারী রাজেশ আর্যের মাধ্যমে টাকা পুনরুদ্ধারের বারবার প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ হন তিনি। এরপরেই তারকা দম্পতি বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন।

টাকার পরিমাণ ১০ কোটির বেশি হওয়ায় মামলাটি অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে টাকা হস্তান্তর করা হয়েছিল তা কোম্পানির কাজে ব্যবহার করাই হয়নি। উল্টে ব্যবহার হয়েছিল রাজ ও শিল্পার ব্যক্তিগত কাজে। পুলিশ জানিয়েছে তারকা দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪০৩ (অসৎ ভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (ফৌজিদারী বিশ্বাসভঙ্গ) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে অশ্লীল ভিডিও বানিয়ে তা বিক্রি করার অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সেই সময় মুম্বাই পুলিশ রাজকে গ্রেফতারও করে। যদিও পরে জামিনে মুক্তি পান তিনি।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
John Abraham: 'ছাভা, দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি করব না', স্পষ্ট জানালেন জন আব্রাহাম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in