Kesari Chapter 2: অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার ২'-তে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান! FIR দায়ের
ছবি - সংগৃহীত

Kesari Chapter 2: অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার ২'-তে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান! FIR দায়ের

People's Reporter: অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, "শুনলাম 'ছাপরি চ্যাপ্টার গু' বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে। অবশ্য হিন্দি সিনেমার থেকে ইতিহাস শেখা উচিত নয়"।
Published on

গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। নেপথ্যে তাঁর অভিনীত নতুন ছবি 'কেশরী চ্যাপ্টার ২' (Kesari Chapter 2)। এবার অক্ষয় কুমারের এই ছবির বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগ, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তাঁদের সম্পর্কিত তথ্য বিকৃত করা হয়েছে ছবিতে। অন্যদিকে, এই নিয়ে সরব হয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেছেন তিনি।

গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'কেশরী চ্যাপ্টার ২'। সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন অনেকে। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকেই ফের শুরু হয়েছে বিতর্ক। স্বাধীনতা সংগ্রামীদের অপমান, ভুল তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন রণজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি।

অভিযোগ, 'কেশরী চ্যাপ্টার ২' ছবিতে মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় একটি আদালত কক্ষের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং' হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষকে দেখানো হয়েছে ‘বীরেন্দ্র কুমার’ হিসেবে। যা স্বাধীনতা সংগ্রামোদের অপমান। পাশাপাশি তথ্য বিকৃতি ও বাংলাকে অসম্মানও করা হয়েছে। জানা গেছে, সাতজন নির্মাতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, "শুনলাম 'ছাপরি চ্যাপ্টার গু' বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে। অবশ্য হিন্দি সিনেমার থেকে ইতিহাস শেখা উচিত নয়। ওরা কিন্তু যে-কোনো দিন ছাপ মারা বিশ্বাসঘাতককে বীর বলে চালিয়ে দেবে। পুনশ্চ: এক বন্ধু জানালেন সিনেমার নামটা ভুল বলছি। আসল নাম 'যুবা কেসরী - ফুঃ"।

অন্যদিকে, এই ঘটনাকে 'ইছাকৃত ভুল উপস্থাপন' ও 'বাংলার প্রতি অপমান' বলে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, "কেশরী চ্যাপ্টার ২ নামে যে সিনেমা আছে, সেখানে বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে, সেটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। এটা কীভাবে শংসাপত্র পর্যন্ত পেয়ে যেতে পারে? মুক্তি পাওয়ার আগে, কেন এটা আটকে যাবে না?"

তিনি আরও বলেন, "স্বাধীনতা সংগ্রাম আর ক্ষুদিরাম বসুর নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং! ঋষি অরবিন্দের ভাই, বারীন্দ্রকুমার ঘোষকে করা হয়েছে বারীন কুমার। বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ, বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং, কুমার দিয়ে তুলে ধরতে হবে? এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে এই ছবি সংশোধন করে, বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি"।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in