Adipurush: নেপালে বন্ধ বিতর্কিত 'আদিপুরুষ' সিনেমার প্রদর্শন!

রামায়ণ অনুসারে সীতার জন্ম হয়েছিল জনকপুরে। যা নেপালের ভূখণ্ডের অন্তর্গত। রাম সেখানে গিয়ে তাঁকে বিয়ে করেছিলেন। কিন্তু সিনেমাতে সীতাকে 'ভারতের কন্যা' বলে উল্লেখ করা হয়েছে।
নেপালে বন্ধ 'আদিপুরুষ' প্রদর্শন
নেপালে বন্ধ 'আদিপুরুষ' প্রদর্শনছবি - সংগৃহীত

মুক্তির পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতজুড়ে 'বয়কট ডাক'র পর নেপাল জুড়ে বন্ধ হয়ে গেল ভারতীয় সিনেমা 'আদিপুরুষ'-র প্রদর্শন। হিন্দু মহাকাব্য রামায়ণের অনুকরণে তৈরি এই সিনেমা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। মূলত সীতার জন্মস্থান নিয়ে বিতর্কের সূত্রপাত। তাই সোমবারই এই সিদ্ধান্ত নিয়েছেন নেপালের ডিস্ট্রিবিউটররা।

নেপালে সিনেমাটির এক ডিস্ট্রিবিউটর মনোজ রাঠি জানান, দেশজুড়ে সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত কাঠমান্ডুর মেয়র বালেন শাহের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। ১৫ জুন বালেন শাহ সিনেমা হল কর্তৃপক্ষদের নির্দেশ দিয়েছিলেন, সিনেমাতে সীতার জন্মস্থান ঠিক না করা পর্যন্ত হলে ছবিটির প্রদর্শন করা যাবে না।

নেপালের সংবিধানের ৫ এবং ৫৬ (৬) অনুচ্ছেদ উল্লেখ করে শাহ বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করা যুক্তরাষ্ট্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারের দায়িত্ব। আর তারা যদি ছবিটিতে কোনো পরিবর্তন ছাড়াই দেশে দেখানোর অনুমতি দেয় তাহলে নেপালের সাংস্কৃতিক ঐক্য এবং জাতীয় পরিচিতির ক্ষতি হতে পারে।

দেশের নিরাপত্তার কারণে মেয়রের নির্দেশের একদিন পরেই কাঠমান্ডুতে 'আদিপুরুষ'-র প্রদর্শন বন্ধ করা হয়। নেপালের সেন্সর বোর্ডও ছবিটির প্রদর্শন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নেপাল ফিল্ম ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ভাস্কর ধুঙ্গানা বলেন, "নিরাপত্তার কারণে আমরা সিনেমাটির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি"।

রামায়ণ অনুসারে সীতার জন্ম হয়েছিল জনকপুরে। যা নেপালের ভূখণ্ডের অন্তর্গত। রাম সেখানে গিয়ে তাঁকে বিয়ে করেছিলেন। কিন্তু সিনেমাতে সীতাকে 'ভারতের কন্যা' বলে উল্লেখ করা হয়েছে।

-With IANS Inputs

নেপালে বন্ধ 'আদিপুরুষ' প্রদর্শন
Adipurush: বাল্মীকি রচিত রামায়ণের বিকৃতি! প্রভাসের 'আদিপুরুষ' বয়কটের ডাক নেটিজেনদের
নেপালে বন্ধ 'আদিপুরুষ' প্রদর্শন
Bangladesh: আবারও বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in