মুক্তির আগেই বিতর্কে 'সর্দারজি ৩'! পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের জেরে নিষেধাজ্ঞার কোপে দিলজিৎও?

People's Reporter: রবিবার নিজের ইনস্টাগ্রামে 'সর্দার জি ৩' ছবির ট্রেলার শেয়ার করেন দিলজিৎ। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। তবে অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি ভারতে মুক্তি পাবে না।
মুক্তির আগেই বিতর্কে 'সর্দারজি ৩'! পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের জেরে নিষেধাজ্ঞার কোপে দিলজিৎও?
ফাইল ছবি
Published on

পহেলগাঁও হামলার পর পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। এই আবহে ভারতীয়দের ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি করে বিপাকে পাঞ্জাবী অভিনেতা দিলিজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। 'সর্দার জি ৩' (Sardaar ji 3) ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অভিনেতাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না এই ছবি। এমনকি দিলজিৎ দোসাঞ্ঝকেও ভারতে নিষিদ্ধ ঘোষণা করার আনুষ্ঠানিক নির্দেশিকা জারির পরিকল্পনা করছে সিনে সংগঠনগুলি।

পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গী হামলার ফলে ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকে পাকিস্তানীদের বিরুদ্ধে ভারতবাসীর মনে নতুন করে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের তারকারা। এমনকি ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানী তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। সেই তালিকাতে রয়েছেন পাক অভিনেত্রী হানিয়া আমির। ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনায় করায় বিতর্কের মুখেও পড়েছিলেন অভিনেত্রী।

এই আবহে রবিবার নিজের ইনস্টাগ্রামে 'সর্দার জি ৩' ছবির ট্রেলার শেয়ার করেন দিলজিৎ। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। তবে অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি ভারতে মুক্তি পাবে না। কেবলমাত্র বিদেশেই মুক্তি পাবে। কিন্তু ছবির ট্রেলার মুক্তি পেতেই শুরু হয় তীব্র নিন্দা।

এই পরিস্থিতিতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এর সভাপতি বিএন তিওয়ারি এক সর্বভারতী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "পাকিস্তানের কোনও ছবি এবং প্রোজেক্ট ভারতে মুক্তি দেওয়া হবে না। ভারতীয় চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে"। দিলজিৎ দোসাঞ্জ এবং ছবিটির প্রযোজকদের ভারতে নিষিদ্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করার পরিকল্পনাও করছে তারা।

ইতিমধ্যেই ছবিটির ট্রেলার ভারতের ইউটিউব থেকে ব্লক করা হচ্ছে। ফলে ছবির ঝলক পর্যন্ত ইউটিউবে দেখতে পাচ্ছেন না দিলজিতের ভারতীয় অনুরাগীরা।

'সর্দার জি ৩' ছবিটি একটি ভৌতিক কমেডি। যেখানে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির এবং নীরু বাজওয়া অভিনয় করেছেন। হানিয়াকে একজন ভূত শিকারীর চরিত্রে দেখা যাচ্ছে। আমেরিকার একটি প্রাসাদ থেকে আত্মাকে তাড়িয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে তাঁর ঘাড়ে।

মুক্তির আগেই বিতর্কে 'সর্দারজি ৩'! পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের জেরে নিষেধাজ্ঞার কোপে দিলজিৎও?
BJP: রাজ্যজুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলিতে খরচ ৪২ কোটি! চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in