

বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করলো ইডি। জানা গেছে গেমিং অ্যাপ প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে। আগামী ৬ অক্টোবর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, মহাদেব অনলাইন বুক নামক একটি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছিলেন রণবীর কাপুর। ওই গেমিং অ্যাপ থেকে যে টাকা তোলা হয়েছিল তা অবৈধ। অভিনেতাও ওই টাকা নিয়েছেন বলেই জানা যাচ্ছে। সমস্ত বিষয়ে জানতে রণবীরকে তলব করা হয়েছে।
কেন্দ্রীয় সংস্থা মারফত আরও জানা যাচ্ছে, ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকার এবং রবি উপ্পল নামক দুই ব্যক্তিই এই ‘মহাদেব অ্যাপ’-এর মূল কর্তা। এই সংস্থার মূল সদর দফতর সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে। সেখান থেকেই অ্যাপটি পরিচালনা করা হয়। সম্প্রতি কলকাতা, ভোপাল ও মুম্বইয়ে ওই সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। তার মধ্যে সংস্থার কলকাতার দফতর থেকে নগদ ৪১৭ কোটি টাকা, সোনার বাট-গহনার পাশাপাশি সংস্থার প্রতারণা পদ্ধতি সংক্রান্ত একাধিক নথিও পাওয়া গিয়েছে। ভারত ছাড়া শ্রীলঙ্কা এবং নেপালেও এদের কল সেন্টার রয়েছে।
এই সংস্থার বিরুদ্ধে একাধিক প্রমাণও মিলেছে বলেই ইডি সূত্রে খবর। ডিজিটাল তথ্য বলছে এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে। হাওয়ালার মাধ্যমে ১১০ কোটিরও বেশি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হয়েছিল। হোটেল বুকিং-র জন্য নগদ ৪২ কোটি টাকা দেওয়া হয়েছিল। নেপথ্যে ছিল এই গেমিং অ্যাপ সংস্থাই।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌরভ চন্দ্রকরের বিবাহে সৌদি আরবে গিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। যার তালিকা গত মাসেই প্রকাশ করেছিল ইডি। সেই তালিকায় নাম ছিল, টাইগার স্রফ, সানি লিওন, নেহা কক্কর, বিশাল দাদলানি, ভারতী সিং, ভাগ্যশ্রী সহ আরও অনেকের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন