BJP বিরোধিতার ‘শাস্তি! আর্থিক দুর্নীতি মামলায় ‘তদন্তের স্বার্থে’ অভিনেতা প্রকাশ রাজকে তলব ইডির

People's Reporter: অভিনেতা প্রকাশ রাজ দীর্ঘদিন ধরেই ওই প্রণব জুয়েলার্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন।
প্রকাশ রাজ
প্রকাশ রাজ
Published on

একটি আর্থিক দুর্নীতি মামলায় ‘তদন্তের স্বার্থে’ এবার অভিনেতা প্রকাশ রাজকে সমন পাঠালো ইডি। ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির ‘প্রণব জুয়েলার্স’-এর বিরুদ্ধে এই আর্থিক কেলেঙ্কারির মামলায় তদন্ত করছে ইডি। প্রকাশ ছিলেন সেই জুয়েলারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তবে রাজনৈতিক মহলের মতে, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে বিরোধিতা করার জন্যই প্রকাশকে হেনস্থা করা হচ্ছে।

তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে প্রণব জুয়েলার্স-এর বিরুদ্ধে সোনায় বিনিয়োগ নিয়ে ভুয়ো ‘পঞ্জি স্কিম’ চালানোর অভিযোগ রয়েছে। এই নিয়ে প্রণব জুয়েলার্স ও তার মালিকের বিরুদ্ধে তিরুচিরাপল্লিতে এফআইআর দায়ের করে তামিলনাড়ুর অর্থনৈতিক অপরাধ দমন শাখা। অভিযোগ, সোনায় বিনিয়োগ করিয়ে মোটা অঙ্কের আর্থিক লাভের ‘লোভ’ দেখিয়ে মানুষের থেকে ১০০ কোটি টাকা তুলেছে ওই গয়না সংস্থা। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছেন সংস্থার মালিক মাধন ও তাঁর স্ত্রী। এফআইআর রুজু হওয়ার পরই এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি।

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তিরুচিরাপল্লি, চেন্নাই-সহ গোটা তামিলনাড়ুর একাধিক জায়গায় সংস্থার শাখা রয়েছে। গত ২০ নভেম্বর সেইসব শাখায় তহবিল তছরুপ প্রতিরোধ আইনের অধীনের তল্লাশি অভিযান চালানো হয়। সেই অভিযানে ১১.৬০ কেজি বেআইনি সোনার গয়না, ২৩.৭০ লক্ষ বেআইনি নগদ ও আরও একাধিক অপরাধমূলক নথি পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। গত অক্টোবরেই তামিলনাড়ুর অর্থনৈতিক দমন শাখার অভিযোগের পরই ওই জুয়েলারি সংস্থার সমস্ত শাখা বন্ধ হয়ে গিয়েছে। উধাও সংস্থার মালিকও। চলতি নভেম্বরের শুরুতে সংস্থার মালিক মাধন ও তাঁর স্ত্রীর নামে জারি হয়েছে লুকআউট নোটিশ।

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ দীর্ঘদিন ধরেই প্রণব জুয়েলার্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন। তাই এবার ‘তদন্তের স্বার্থে’ জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার প্রকাশকে সমন পাঠিয়েছে ইডি। আগামী ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি, এদিন বিবৃতি জারি করে ইডি জানিয়েছে, “সোনায় বিনিয়োগে মোটা মুনাফার প্রতিশ্রুতি দিয়ে ১০০ কোটি টাকা তুলেছিল প্রণব জুয়েলার্স। কিন্তু সংস্থাটি তাঁদের প্রতিশ্রুতি রাখতে পারেনি। বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। মুনাফা দূরের কথা, বিনিয়োগ করা অর্থও ফেরত দেয়নি সংস্থাটি।”

প্রকাশ রাজ
Gujarat: বকেয়া মাইনে চাওয়ার শাস্তি - দলিত যুবককে বেধড়ক মেরে জুতো চাটালেন বেসরকারি সংস্থার প্রধান
প্রকাশ রাজ
Maharashtra: ‘ঋণ মেটাতে চোখ-কিডনি-লিভার বিক্রি করতে চাই’, মুখ্যমন্ত্রীকে চিঠি ঋণগ্রস্ত চাষিদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in