বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধুর ভূমিকায় আরফিন শুভ, তাঁর স্ত্রী ফাজিলাতুন্নেসার চরিত্রে নুসরত ইমরোজ তিসা আর শেখ হাসিনার ভূমিকায় রয়েছেন নুসরত ফারিয়া।
বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক শ্যাম বেনেগাল
ছবি - সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে অভিনব উপায়ে শ্রদ্ধা জানালেন পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ্যে আনলেন তিনি। ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’, এই ছবি ঘোষণা হয়েছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগেই। কোভিড মহামারীর দাপটে একাধিকবার শুটিং স্থগিত বন্ধ হয়ে যায়। যদিও খুব বেশি অংশ বাকি ছিল না শুটিং করার। চলতি মাসেই বাকি অংশ শুট করে ফেলবেন শ্যাম। এমনটাই জানা যাচ্ছে।

এই ছবিটি তৈরি হচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পর্দায় আসতে চলেছে শেখ মুজিবুর রহমানের বায়োপিক।

কে কোন ভূমিকায় অভিনয় করছেন? বঙ্গবন্ধুর ভূমিকায় আরফিন শুভ, তাঁর স্ত্রী ফাজিলাতুন্নেসার চরিত্রে নুসরত ইমরোজ তিসা আর শেখ হাসিনার ভূমিকায় রয়েছেন নুসরত ফারিয়া। ২০২০ সালেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেবছর মার্চ মাস থেকে শুরু হয়ে গেল করোনার প্রকোপ। পিছিয়ে গেল এক বছর। তারপর গতবছর জানুয়ারিতে মুম্বইয়ের ফিল্মসিটিতে পরিচালক শ্যাম বেনেগাল তৈরি করলেন ঢাকার প্রেক্ষাপট। শুরু হল শুটিং।

গতবছর মার্চে জোরকদমে শুট চলছিল। ফিল্মসিটিতে সাজানো আস্ত ধানমন্ডির ছবি বাস্তবের চিত্রকেই যেন চোখের সামনে তুলে ধরেছে। মনে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই ছবি মুক্তি পাবে। কিন্তু বাধা হল সেই অতিমারী। যদিও বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি মুখের কথা নয়। তাই হুড়োহুড়িও করলেন না পরিচালক। আরেকটু সময় নিলেন তিনি। কারণ, মুজিবের ভাষাতেই তো বলা যায় যে, 'আমারে দাবায়ে রাখতে পারবা না…'।

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক শ্যাম বেনেগাল
'কাশ্মীর ফাইলস'-এ যাঁরা ছিন্নমূল হওয়ার যন্ত্রনা দেখেছেন, তাঁরা নিশ্চয় NRC বা CAA-র বিরোধিতা করবেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in