
কেরিয়ারের মধ্যগগনে পাঞ্জাবী তারকা দিলজিৎ দোসাঞ্ঝ। সঙ্গীতের পাশাপাশি অভিনয় জগতেও জনপ্রিয়তার শিখরে দিলজিৎ। এবার নয়া পালক জুড়ল পাঞ্জাবি তারকার মুকুটে। ইংল্যান্ডে প্রকাশিত হওয়া সেরা ৫০ এশিয়ান তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। শাহরুখ খান, আল্লু অর্জুনকেও পিছনে ফেলেছেন তিনি। নিজের সমাজমাধ্যমেও এই খবর শেয়ার করে নিয়েছেন তারকা।
সম্প্রতি ইংল্যান্ডের পত্রিকা 'ইস্টার্ন আই' সেরা ৫০ এশিয়ান তারকাদের তালিকা প্রকাশ করেছে। গত বছর সেই তালিকার শীর্ষে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৪ সালে শাহরুখ খানকে পিছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছেন দিলজিৎ। দিলজিতের পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গায়ক চার্লি এক্সসিএক্স। তৃতীয় স্থানে আল্লু অর্জুন। সেরার তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে দেব পটেল ও প্রিয়াঙ্কা চোপড়া। ষষ্ঠ স্থানে রয়েছেন অভিনেতা বিজয়।
তালিকার সপ্তম স্থানে রয়েছেন অরিজিৎ সিং। গত বছর তালিকার শীর্ষে থাকা শাহরুখ খান, চলতি বছর রয়েছে তালিকার ৩২ তম স্থানে। এছাড়া, ওই তালিকায় অন্যান্য ভারতীয়দের মধ্যে রয়েছেন – প্রভাস (১৪), রাজকুমার রাও (১৫), কার্তিক আরিয়ান (২৫), অমিতাভ বচ্চন (২৬), আলিয়া ভাট (৩০) এবং হৃতিক রোশান (৪৭)।
দিলিজিৎ তাঁর শো ‘দিল লিউমিনাতি ট্যুর’ করছেন এই মুহূর্তে। গত ২৬ অক্টোবর দিল্লি থেকে এই সফর শুরু করেছিলেন দিলজিৎ। এসেছিলেন কলকাতাতেও। এছাড়া, হায়দ্রাবাদ, আমদাবাদ, লখনউ, জয়পুর, মুম্বাইতেও অনুষ্ঠান করেছেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে এই অনুষ্ঠান শেষ করবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন